Latest News

6/recent/ticker-posts

Ad Code

Paoli Dam: কালীপুজোয় অন্য রূপে ধরা দিলেন পাওলি দাম

কালীপুজোয় অন্য রূপে ধরা দিলেন পাওলি দাম

Paoli dam



কালীপুজোয় অন্য রূপে ধরা দিলেন পাওলি দাম। পাওলির স্টাইলে মুগ্ধ নেটপাড়া।
Paoli dam



কালীপুজো উপলক্ষ্যে স্পেশাল ফটোশ্যুট করেন অভিনেত্রী। 
Paoli dam



সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্যাপশনে দুটি জবা ফুল দিয়েছেন পাওলি।
Paoli dam



সোনালি রঙের শাড়িতে পায়ে ও হাতে আলতা, কপালের চন্দন, বড় লাল টিপ, পায়ে রূপোর তোড়া আর হাতে মোটা শাঁখা-পলা।
Paoli dam



গলায় মোটা লাল জবার মালা। কালীপুজোয় তাঁর এই রূপে মুগ্ধ নেটপাড়া।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code