Birth Certificate Correction Online : জন্ম সার্টিফিকেট নিজেই সংশোধন করুন অনলাইনে
Birth Certificate : শিশুর জন্ম সার্টিফিকেট একটু গুরুত্বপূর্ণ নথি। গত ৫ মে থেকে চালু হয়েছে অনলাইনে জন্ম সার্টিফিকেট দেবার কাজ। ফলে অনেক সুবিধা এবং সেই সাথে অনেক দ্রুত পাওয়া যাচ্ছে জন্ম সার্টিফিকেট। তবে অনেকক্ষেত্রেই জন্ম সার্টিফিকেটে থেকে যাচ্ছে ভুল। তবে ভুল সংশোধন এখন অনলাইনেই সম্ভব।
জেনে নিন কীভাবে জন্ম সার্টিফিকেট সংশোধন (Birth Certificate Correction Online) করতে পারবেন।
যদি আপনার জন্ম সার্টিফিকেট (Birth Certificate Correction Online) এ কোনো কিছু ভুল থাকে, তাহলে আপনি তা সংশোধন করতে পারবেন কয়েক মিনিটের মধ্যেই । সংশোধন হওয়ার পর তা ডাউনলোডও ( Birth Certificate Download Online) করতে পারবেন। জেনেনিন কিভাবে অনলাইনে আপনার জন্ম সার্টিফিকেট সংশোধন (Birth Certificate Correction Online) করতে পারবেন।
Birth Certificate Correction Online West Bengal
১) প্রথমে আপনাকে janmamrityutathya.wb.gov.in এই ওয়েবসাইটে আসতে হবে।২) এরপর মেনু থেকে Citizen Services এ ক্লিক করুন।
৩) এরপর Birth থেকে Birth Certificate Correction এ ক্লিক করুন।
৪) পরবর্তী পেজে জন্ম সার্টিফিকেট নাম্বার বসিয়ে দিয়ে লগইন করুন।
৫) এরপর আপনি যা সংশোধন করতে চাইছেন তা সংশোধন করুন। এবং সাবমিট করুন।
৬) এরপর Track Application এ ক্লিক করে স্ট্যাটাস চেক করে দেখে নিন অ্যাপ্রুভ হয়েছে কিনা।
৭) অ্যাপ্রুভ হয়ে গেলে Download Certificate এ ক্লিক করে সার্টিফিকেট অনলাইন থেকে ডাউনলোড করে নিন।
তবে মনে রাখবেন এখনো পর্যন্ত শিশুর নাম সংশোধনের (Birth Certificate Correction Online) ব্যবস্থা চালু হয়নি। ফলে অসংখ্য মানুষ সমস্যায় রয়েছেন শিশুর নাম সংশোধন নিয়ে। যতদূর জানা গিয়েছে আগামী ডিসেম্বর মাসের মধ্যেই শিশুর নাম সংশোধনের ব্যবস্থাও অনলাইনে শুরু হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊