Now sell paddy online at official price, learn how to register


paddy



ইতিমধ্যে রাজ্য জুড়ে ধান ক্রয় কেন্দ্র স্থাপন করা হয়েছে। তবে অনেকেই জানেননা কীভাবে সরকারী দামে ধান বিক্রয় করতে হয়। এবার ধান বিক্রি হবে অনলাইনেই। আপনি বাড়িতে বসেই ধান বিক্রি করতে পারবেন সরকারী ন্যায্য মূল্যে।  

আপনি যদি রেজিস্ট্রেশন না করিয়ে থাকেন তাহলে আগামী ১৭ ই অক্টোবর ২০২২ থেকে আপনি রেজিস্ট্রেশনের জন্যে অনলাইনে আবেদন করতে পারবেন। তবে মনে রাখবেন, একবার রেজিস্ট্রেশন করে থাকলে (২০১৯ – ২০ খরিফ মরশুম থেকে) আপনাকে আর রেজিস্ট্রেশনের এর জন্য আবেদন করতে হবে না।


আর আপনি যদি ধান বিক্রি করার জন্য রেজিস্ট্রেশন করিয়ে থাকেন। তাহলে নতুন খরিফ মরশুমে (২০২২ – ২৩) আপনি আগামী ১৫ ই অক্টোবর ২০২২ থেকে ধান বিক্রির জন্য নিজেই নিজের শিডিউল করতে পারবেন। নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো…

ধান বিক্রির জন্য অনলাইন কীভাবে রেজিষ্ট্রেশন করবেন? 


১) প্রথমে আপনাকে Government of West Bengal Department of Food and Supplies Online Paddy Procurement System এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে (শেষে লিঙ্ক দেওয়া হয়েছে) ।  

২) এরপর Farmer Self Registration এ ক্লিক করতে হবে।

৩) এরপর আবেদন ফর্মটি চলে আসবে। যেখানে ভোটার কার্ড নাম্বার, আধার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার, লিঙ্গ, ঠিকানা, ব্যাঙ্ক একাউন্ট নাম্বার, কতগুলো জমির ধান বিক্রি করবেন সেই সকল তথ্য  সঠিক ভাবে বসিয়ে দিয়ে রেজিস্ট্রেশন করে নিন।

৪) ডকুমেন্টস হিসাবে ভোটার কার্ড, কৃষকের ফটো, ব্যাঙ্কের পাস বই,খতিয়ান আপলোড করতে হবে।


ধান বিক্রি করার জন্য শিডিউল বুকিং কীভাবে করবেন ? 

১) প্রথমে আপনাকে Government of West Bengal Department of Food and Supplies Online Paddy Procurement System এর অফিসিয়াল ওয়েবসাইটে আসুন।

২) এরপর Farmer Self Scheduling এ ক্লিক করুন।

৩) এরপর রেজিস্ট্রেশন নাম্বার ও ক্যাপচার কোর্ড বসিয়ে দিয়ে সাবমিট করুন।

৪) রেজিস্ট্রার মোবাইল নাম্বারে OTP আসবে তা দিয়ে লগইন করুন।


৫) এরপর, কৃষক পরবর্তী ৩০ দিনের মধ্যে ( ছুটির দিন ব্যতীত ) যে কোনো তারিখ বেছে নিতে পারবে। তাঁর কোটার প্রাপ্যতা সাপেক্ষে একজন কৃষক সর্বাধিক ৪৫ কুইন্টাল পরিমান ধান বিক্রি করতে পারবেন।

৬) এরপর তারিখ বেছে নিয়ে কৃষককে সাবমিট এ ক্লিক করতে হবে।

৭) অবশেষে, কৃষকের দ্বারা নিশ্চিতকরণের পরে, একটি QR – কোড স্লিপ তৈরি হবে, যা তিনি ডাউনলোডও করতে পারবেন। সফল শিডিউলিং-এর পর কৃষক ধান বিক্রি করতে পারবে।


Official Website Link:- CLICK HERE