বাসন্তীরহাটের বহিষ্কৃত অঞ্চল তৃণমূল সভাপতির ছেলে গ্রেফতার

Basantirhat news



বাসন্তীরহাটে তৃনমূল কর্মীকে মারধরের ঘটনায় বহিষ্কৃত অঞ্চল তৃণমূল সভাপতির ছেলেকে গ্রেফতার করল পুলিশ। রবিবার দুপুরে বাসন্তীরহাটে তৃণমূল কর্মীকে মারধরের ঘটনায় অভিযোগের তীর ওঠে প্রধান ও অঞ্চল তৃণমূল সভাপতির অনুগামীদের বিরুদ্ধে। এরপর থানায় লিখিত অভিযোগ দায়ের করে তৃণমূল কংগ্রেসের বর্তমান অঞ্চল নেতৃত্ব। 


এদিকে, দলে থেকে তৃনমূল কর্মীকে মারধরের ঘটনায় সোমবার সন্ধায় দিনহাটায় ব্লক তৃণমূল সভাপতি সাংবাদিক বৈঠক করে ৫ জনকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণা করেন। সেই ৫ জনের মধ্যে রয়েছে বহিষ্কৃত অঞ্চল তৃণমূল সভাপতি পরিমল দাসের ছেলে প্রসেনজিৎ দাস। গতকাল গভীর রাতে লিখিত অভিযোগের ভিত্তিতে মাতালহাট থেকে সহেবগঞ্জ থানার পুলিশ প্রসেনজিৎ দাস কে গ্রেফতার করে বলে সাহেবগঞ্জ থানার তরফে জানানো হয়। 



আজ বুধবার সকাল সাড়ে এগারোটা নাগাদ প্রসেনজিৎ দাস কে দিনহাটা মহকুমা আদালতে পাঠালো সাহেবগঞ্জ থানার পুলিশ।