সিপিআই(এম)এর ১০৩ তম প্রতিষ্ঠা দিবস পালিত হল দিনহাটায়
আজ গোটা দেশের সাথে সাথে কোচবিহার জেলার দিনহাটা শহরে সিপিআই(এম)এর ১০৩ তম প্রতিষ্ঠা দিবস পালিত হল। এদিন দিনহাটা সিপিআইএম এর সদর দপ্তর প্রমোদ দাশগুপ্ত ভবনে এদিন পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদানের মাধ্যমে দিনটি পালিত হয়।
পতাকা উত্তোলন করেন সিপিআইএম কোচবিহার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য প্রবীর পাল। এছাড়া ও উপস্থিত ছিলেন সিপিআই(এম) কোচবিহার জেলা কমিটির সদস্য শুভ্রালোক দাস, দিনহাটা এরিয়া কমিটির সম্পাদক দেবাশীষ দেব সহ অন্যান্যরা।
কোচবিহার জেলা কমিটির সদস্য শুভ্রালোক দাস বলেন- "১৯২০ সালের ১৭ই অক্টোবর প্রবাসে তাসখন্দে মাত্র ৭ নেতার উদ্যোগে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা হয়। তারপর ধীরে ধীরে ভারতের বিভিন্ন কমিউনিস্ট ব্যক্তি ও গোষ্ঠিকে একত্রিত করে গড়ে ওঠে পার্টি সংগঠন। প্রতিষ্ঠার পর থেকেই কমিউনিস্ট পার্টি পূর্ণ স্বাধীনতার দাবি করেছে ও ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত থেকেছে।শ্রমিক ও কৃষকদের আন্দোলন সংগঠিত করতে কমিউনিস্ট পার্টি যত তৎপর হয়েছে বিট্রিশ শাসকরা ততই আক্রমণ নামিয়ে এনেছে,একের পর এক মামলায় গ্রেফতার হয়েছেন পার্টি নেতৃত্ব। ব্রিটিশ শাসনের বেশিরভাগ সময়তেই কমিউনিস্ট পার্টি বে আইনি ঘোষিত থেকেছে,কিন্তু মাথা নত করেনি ব্রিটিশদের কাছে। সেই গৌরোজ্জ্বল লড়াইয়ের ভূমিকা স্বরণ করেই বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে মানুষের অধিকার রক্ষার সংগ্রাম শক্তিশালী করতে প্রতিষ্ঠা দিবস উদযাপন ।"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊