World 1st Fliying Bike: বিশ্বের প্রথম উড়ন্ত বাইক দেখে অবাক মানুষ, বিক্রি চলছে জাপানে
উড়ন্ত গাড়িতে দেখেছেন এবার উড়ন্ত বাইক। যা দেখে বিস্মিত মানুষ। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রকাশ্যে উড়ছে এই বাইক আর যা দেখে অবাক মানুষ। সেই উড়ন্ত বাইকের ভিডিও ভাইরাল হয়েছে নেট পাড়ায় যা দেখে অবাক নেটিজেনরাও।
নেটিজেনরা ভাইরাল ভিডিও দেখে বলছেন, Star Wars- এর speeder bike মনে করাচ্ছে বিশ্বের প্রথম এই উড়ন্ত বাইক। জাপানের স্টার্ট আপ AERWINS Technologies নির্মাণ করেছে hoverbike। এই hoverbike- এর ডেবিউ হয়েছে Detroit Auto Show- তে।
বিশ্বের প্রথম এই উড়ন্ত বাইকের নাম XTURISMO hoverbike। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে দিব্ব্যি উড়ে বেড়াচ্ছে সেই বাইক। আবার ল্যান্ড করতেও দেখা গিয়েছে বাইকটিকে। বিশ্বের প্রথম উড়ন্ত বাইক দেখে অবাঅ মানুষ।
দেখুন উড়ন্ত সেই বাইকের ভাইরাল ভিডিও:
This is the world's first flying bike. The XTURISMO hoverbike is capable of flying for 40 minutes and can reach speeds of up to 62 mph pic.twitter.com/ZPZSHJsmZm
— Reuters (@Reuters) September 16, 2022
জানা গিয়েছে এই উড়ন্ত বাইক ৪০ মিনিট উড়তে পারবে এবং সর্বোচ্চ গতি হতে পারে 62mph। জাপানে ইতিমধ্যেই এই বাইকের বিক্রি শুরু হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে আগামী বছর থেকে এই বাইকের বিক্রি শুরু হবে বলে শোনা গিয়েছে। বিশ্বের প্রথম এই উড়ন্ত বাইক বা Flying Biker- এর দাম হবে $777,000।
ভিডিও দেখেই উচ্ছ্বসিত গাড়ি প্রেমীরা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊