Latest News

6/recent/ticker-posts

Ad Code

MR vaccination এর উপর কর্মশালা

MR ভ্যাকসিনের উপর কর্মশালা


MR vaccination এর উপর  কর্মশালা



নিজস্ব সংবাদদাতা, সংবাদ একলব্যঃ

আজ বামনহাট উচ্চ বিদ্যালয়ে বামনহাট ব্লক স্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থাপনায় এম আর ভ্যকসিনের নিয়ে দিনহাটা 2 নং ব্লকের অন্তর্গত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়র শিক্ষক ও শিক্ষিকাদের নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ১৬৯ টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং MR vaccination এর Nodal Teacher এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিল বলে জানিয়েছেন বি এম ও এইচ কেশব রায়।

কেশব রায় জানান, এম আর ভ্যাকসিন আগামী ২৮ নভেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত অঙ্গনওয়াড়ি সেন্টারে, বিদ্যালয়ে ক্যাম্প করে ৯ মাসের শিশু থেকে ১৫ বছর শিশু দের এই ভ্যাকসিন দেওয়া হবে।

এদিনের এই কর্মশালায় উপস্থিত ছিলেন এ পি এইচ এম বাসনা রায়, বি পি সি ফারহাদ একরাম, এম ও এইচ টি ড. এস পি দাস কবিরাজ ও বি এম ও এইচ ড. কেশব রায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code