MR ভ্যাকসিনের উপর কর্মশালা


MR vaccination এর উপর  কর্মশালা



নিজস্ব সংবাদদাতা, সংবাদ একলব্যঃ

আজ বামনহাট উচ্চ বিদ্যালয়ে বামনহাট ব্লক স্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থাপনায় এম আর ভ্যকসিনের নিয়ে দিনহাটা 2 নং ব্লকের অন্তর্গত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়র শিক্ষক ও শিক্ষিকাদের নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ১৬৯ টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং MR vaccination এর Nodal Teacher এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিল বলে জানিয়েছেন বি এম ও এইচ কেশব রায়।

কেশব রায় জানান, এম আর ভ্যাকসিন আগামী ২৮ নভেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত অঙ্গনওয়াড়ি সেন্টারে, বিদ্যালয়ে ক্যাম্প করে ৯ মাসের শিশু থেকে ১৫ বছর শিশু দের এই ভ্যাকসিন দেওয়া হবে।

এদিনের এই কর্মশালায় উপস্থিত ছিলেন এ পি এইচ এম বাসনা রায়, বি পি সি ফারহাদ একরাম, এম ও এইচ টি ড. এস পি দাস কবিরাজ ও বি এম ও এইচ ড. কেশব রায়।