Breaking

Post Top Ad

বুধবার, সেপ্টেম্বর ২১, ২০২২

Puja 2022 : পূজার মাসে বেতন, পেনশন, ভাতা বিষয়ে বিশেষ নির্দেশিকা

Puja 2022 : পূজার মাসে বেতন, পেনশন, ভাতা বিষয়ে বিশেষ নির্দেশিকা 





তৃণমূল সরকার রাজ্যে আসার পর মাসের প্রথম তারিখের মধ্যে বেতন, ভাতা বা পেনশন দেওয়া সুনিশ্চিত করেছে। কিন্তু আগামী ৩০ সেপ্টেম্বর থেকেই কার্যত পূজার ছুটি পড়ছে রাজ্যে বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান গুলোতে। ফলে বেতন কবে হবে তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে সরকারী কর্মচারী মহলে। 



আজ এক বিজ্ঞপ্তিতে রাজ্যের অর্থ দপ্তর সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের বেতনের তারিখ জানিয়ে দিয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে-



সরকারী কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন ২৮ এবং ২৯ সেপ্টেম্বরের মধ্যে , আর অক্টোবর মাসের বেতন ২১ অক্টোবরের মধ্যে দেওয়া হবে। 



এছাড়া সেপ্টেম্বর মাসের পেনশন দেওয়া হবে ২৯ সেপ্টেম্বর অক্টোবরের পেনশন ১ নভেম্বর দেওয়া হবে। 



জয়বাংলা, লক্ষ্মীর ভান্ডার এবং আরও অন্যান্য ভাতার টাকা ২৬ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে DBT মাধ্যমে সুবিধাভোগীদের অ্যাকাউন্টে দেওয়া হবে । 


notification

১০টি মন্তব্য:

  1. Sukhabor ....bhalo podokkhep ... Pujor shopping korte parbe

    উত্তরমুছুন
  2. হায় রে লক্ষী ভান্ডার
    নেই কোনো কর্মসংস্থান
    বিশেষ শিক্ষক নিয়োগ চাই

    উত্তরমুছুন
  3. খুবই ভালো হবে পূজার আগে বেতন টা পেলে কেনাকাটার সুবিধা হবে ।

    উত্তরমুছুন
  4. বেতন পেতে সবার ই ভালো লাগে

    উত্তরমুছুন
  5. ভালোই কাটবে পূজা টা তাহলে

    উত্তরমুছুন

Post Top Ad