স্কুল শিক্ষকদের টিউশন বন্ধে দিনহাটার একাধিক বিদ‍্যালয়ে ডেপুটেশন গৃহ শিক্ষক কল্যাণ সমিতির 

Deputation


বেশ কিছুদিন ধরেই স্কুল শিক্ষকের গৃহ শিক্ষকতার বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছে, ডেপুটেশন দিয়ে যাচ্ছে গৃহ শিক্ষক কল‍্যাণ সমিতি। এবার কোচবিহার জেলার দিনহাটা শহরের চার বিদ‍্যালয়ে ডেপুটেশন দিল গৃহ শিক্ষক কল‍্যাণ সমিতি। সোমবার দুপুরে দিনহাটা শহরের গোপালনগর এম এস এস উচ্চ বিদ‍্যালয়ের পাশাপাশি শহরের বাকি তিন স্কুলেও ডেপুটেশন দেয় গৃহশিক্ষক কল‍্যাণ সমিতি।



এদিন প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করার পাশাপাশি ডেপুটেশন প্রদান করে পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতি দিনহাটা মহকুমা কমিটির সদস্যরা। মূলত যারা স্কুল শিক্ষক তারা গৃহ শিক্ষকতা করতে পারবে না এবং সরকারি নিয়মে কোন লাভজনক ব্যবসা করতে পারবে না সেইসব বিষয়েই আজ এই লিখিত ডেপুটেশন প্রদান করে পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতি দিনহাটা মহকুমা কমিটির সদস্যরা। 

এদিন ডেপুটেশন প্রদান করার পর সংবাদ মাধ্যমকে কি জানিয়েছেন দিনহাটা মহকুমা কমিটির সভাপতি শুনেনিন-