২৪ থেকে ২৮ সেপ্টেম্বর কেমন থাকবে উত্তরের আবহাওয়া, জানুন আবহাওয়ার খবর




kashful



আজ মহালয়া। দেবীর আগমনীর সুর বেজে উঠেছে। দুর্গোৎসবের এই আমেজে কি জল ঢালবে আকাশ ! এখন এটাই প্রশ্ন।

kashfull



হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন-চারদিন রাজ্যজুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গ কিংবা উত্তরবঙ্গের কোনও জেলায় ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। 




আগামী ২৪ থেকে ২৮ সেপ্টেম্বর মেঘলা আকাশ থাকার, সম্ভাবনা আছে। জেনে নিন উত্তরবঙ্গের কয়েকটি জেলার আবহাওয়ার খবর।

kashful

কোচবিহার- আগামী ২৪ সেপ্টেম্বর অল্প ভারী থেকে ভারী বৃষ্টি, এবং ২৫ থেকে ২৮ সেপ্টেম্বর মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।

আলিপুরদুয়ার- আগামী ২৪, ২৫ সেপ্টেম্বর অল্প ভারী থেকে ভারী বৃষ্টি, ২৬ ও ২৭ সেপ্টেম্বর মাঝারি বৃষ্টি, ২৮ সেপ্টেম্বর হালকা বৃষ্টির সম্ভাবনা আছে।

জলপাইগুড়ি- আগামী ২৪, ২৫ সেপ্টেম্বর অল্প ভারী থেকে ভারী বৃষ্টি, ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।

উত্তর দিনাজপুর- আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।