Breaking: শিক্ষক দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন SSC চেয়ারম্যান উপাচার্য সুবীরেশ
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এবার গ্রেপ্তার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তথা এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য। সোমবার সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হন তিনি।
এর আগে গত ২৪শে আগস্ট সুবীরেশ ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এদিন প্রথমে সুবীরেশের ফ্ল্যাটে হানা দেয় সিবিআই। সেখানে টানা জিজ্ঞাসাবাদের পর তাঁকে নিয়ে যাওয়া হয় তাঁর চেম্বারে সেখানেও জেরা করা হয় তাঁকে। আর এরপর, এদিনেই কলকাতার বাঁশদ্রোণীতে তাঁর ফ্ল্যাট সিল করে দেয় সিবিআই।
২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ছিলেন সুবীরেশ আর সেই সূত্র ধরে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় সুবীরেশ ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। আর এবার গ্রেফতার হলেন তিনি।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথম কোনও উপাচার্য গ্রেপ্তার হলেন। এ নিয়ে এই মামলায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হলেন মোট ছয়জন।
সিবিআই সূত্রে খবর, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বাগ কমিটির রিপোর্টে এই সুবীরেশ ভট্টাচার্যের নাম রয়েছে।