DA News: উৎসবের মরশুমে সুখবর! বাড়ল সরকারি কর্মীদের ডিএ

DA News: কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ৪ শতাংশ


DA NEWS
Money



দুর্গাপুজোর আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের সুখবর। কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়াল কেন্দ্রীয় সরকার। বিগত দিনে মুদ্রাস্ফীতির হার যে ভাবে বেড়েছে তাতে উৎসবের মরশুমের আগে ডিএ বাড়ানোর দাবি ছিল। সেই দাবিতে মান্যতা পেল।



বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থ বিষয়ক কমিটির বৈঠকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ৪ শতাংশ হারে বৃদ্ধির সিদ্ধান্ত হয়। তারপরই সাংবাদিকদের সামনে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।



গত মার্চে ৩ শতাংশ হারে ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল কেন্দ্র। অর্থাৎ এই বছর দু’দফায় মোট ৭ শতাংশ ডিএ বাড়াল কেন্দ্র সরকার।



ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পর যে ভাবে জ্বালানি ও খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি পেয়েছে, তাতে উৎসবের মরশুমের আগে ডিএ বাড়ানোর দাবি ছিল। সেই দাবিকে মান্যতা দিয়ে ডিএ বৃদ্ধি কেন্দ্রের।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ