অবৈধ নিয়োগের প্রত্যেকের চাকরি যাবে, ঘুষ দিলে এক্ষুনি ছেড়ে দিন, নইলে কড়া পদক্ষেপ করব: হাইকোর্ট


High Court




SSC দুর্নীতির ফরেন্সিক রিপোর্ট জমা পড়েছে কলকাতা হাইকোর্টে। আর সেই রিপোর্ট দেখে চক্ষু চড়ক গাছ বিচারপতির। কার্যত, এদিন SSC দুর্নীতির পর্দা ফাঁস হয়ে গেল আদালতে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এদিন এই রিপোর্ট পেশ করে সিবিআই। রিপোর্ট দেখার পরেই কড়া হুশিয়ারী আদালতের।



হুঁশিয়ারি দিয়ে আদালত জানায়, ‘বেআইনিভাবে চাকরি পাওয়া সমস্ত প্রার্থীরা চাকরি যাবে তবে যদি নিজের থেকে চাকরিতে পদত্যাগ করে তো ভালো, নইলে আদালত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে।" শুধু চাকরি যাওয়াই নয় অন্য আরও ব্যবস্থা নেওয়া হবে এমনটাই নাকি জানিয়েছেন বিচারপতি। বিচারপতি বলে, "এই প্রার্থীরা যাতে আর কোনও দিন কোনও সরকারি না পান তার ব্যবস্থা করব। আর যদি নিজে থেকে ইস্তফা দেন তাহলে বুঝব কী অপরাধ করেছেন তা উপলব্ধি হয়েছে।'



সূত্রের খবর, সিবিআই-য়ের রিপোর্ট বলছে, গ্রুপ সিতে ৩,৪৮১ জন, গ্রুপ ডিতে ২,৮২৩ জনের নম্বর বদল করা হয়েছে। একাদশ – দ্বাদশ শিক্ষক নিয়োগে ৯০৭ জনের নম্বর বদল করা হয়েছে। যাদের মধ্যে ৬৩১ জনের নাম প্যানেলে রয়েছে। নবম – দশমে নম্বর বদলানো হয়েছে ৯৫১ জনের।