Partha Chatterjee: এবার পুজোয় জেলেই থাকতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে


partha
Partha Chatterjee




এবার পুজোয় জেলেই থাকতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে। ফের পার্থ চট্টোপাধ্যায়কে জেল হেফাজতে থাকার নির্দেশ দিল আদালত। ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। মূলত শারীরিক অসুস্থতা-সহ একাধিক কারণ দেখিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী জামিনের আবেদন জানালেও সেই আবেদন খারিজ করে দেয় আদালত। ৫ই অক্টোবর পর্যন্ত থাকতে হবে জেল হেফাজতে।




এদিন পার্থ-এর আইনজীবী আদালতে জানান, “৫দিন ধরে জিজ্ঞাসাবাদ করে উল্লেখযোগ্য তথ্য পাওয়া যায়নি। তদন্তকারীদের সঙ্গে যথেষ্ট সহযোগিতা করা হচ্ছে। ওনাকে জামিন দেওয়া হোক। জেল থেকে মুক্তি পেলেও উনি প্রমাণ নষ্ট করতে পারবেন না। ওনার কোনও ক্ষমতা নেই। একজন সাধারণ মানুষ। আদালতকে ভুল পথে চালনা করছে সিবিআই।”




তদন্তের স্বার্থে আরও নানা তথ্য হাতে আসার প্রয়োজনীয়তা রয়েছে। দাবি করেন সিবিআই আইনজীবী। পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এসপি সিনহা এবং অশোক সাহাদের জেল হেফাজত দেওয়া হোক বলেই আবেদন জানান আইনজীবী। জেলে গিয়ে জেরার অনুমতির আবেদনও জানানো হয়। ওঠে প্রভাবশালী তত্ত্বও।




আগামী ৫ অক্টোবর পর্যন্ত প্রেসিডেন্সি জেলেই থাকতে হবে কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এসপি সিনহা এবং অশোক সাহাকেও।