৭.২ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, ধ্বংসলীলার ভিডিও দেখলে শিউরে উঠবেন
রবিবার ৭.২ মাত্রার বড় ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান। ভূমিকম্পের মাত্রা এতটাই বেশি ছিল সেখানকার বেশ কয়েকটি ব্রিজ ভেঙে পড়ে।
তাইওয়ানের এক শহরে ভূমিকম্পের সময় সিসিটিভিতে ওঠা এক ভিডিওতে দেখা যাচ্ছে মেট্রো ট্রেনগুলো এমনভাবে নড়ছে যেন মনে হচ্ছে হাওয়া দিলে খেলনা যেমন নড়ে।
ভূমিকম্পের সময় রাস্তায় দাঁড়ানো সব বাইক, সাইকেল কম্পনের পফলে পড়ে গেল। বেশ কয়েকটি বাড়িও ধসে পড়ে যায়। আতঙ্কে বহু দিশাহার মানুষ আর্তনাদ করতে থাকেন। তাইওয়ানের ভূমিকম্পের যে ভিডিওটা সামনে এসেছে তা দেখলে শিউড়ে উঠবেন।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তাইতুং কাউন্টি। গতকাল রাতেও পূর্ব উপকূলে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৪। ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নেই এখনও পর্যন্ত।
তাইওয়ানে আজকের শক্তিশালী ভূমিকম্পের পর জাপান সুনামি সতর্কতা জারি করেছে। তাইওয়ানে নিয়মিত ভূমিকম্পের শিকার হয়, কারণ দ্বীপটি দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত।
2 survivors have been rescued from the collapsed building in Yuli township in #Taiwan where 2 more are still being trapped inside. The 6.9 magnitude #earthquake hit the eastern part of the island Sunday afternoon after it was hit by a 6.6 magnitude earthquake Saturday night. pic.twitter.com/NgR9GVk5uP
— SangbadEkalavya (@sangbadekalavya) September 18, 2022
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊