Asad Rauf Demise: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত পাকিস্তানের বিতর্কিত আম্পায়ার আসাদ রউফ
৬৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত পাকিস্তানের বিতর্কিত আম্পায়ার আসাদ রউফ। অজস্র ম্যাচে আম্পায়ারের ভূমিকা পালন করেছেন তেমনি জড়িয়েছেন একাধিক বিতর্কে। আসাদ রউফ (Asad Rauf) আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন। বয়স হয়েছিল ৬৬ বছর।
২০০৬ সালে তাঁকে আইসিসি-র এলিট প্যানেলে অন্তর্ভুক্ত করা হয়। ৪৭টি টেস্ট, ৯৮টি ওয়ান ডে ও ২৩টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন তিনি। আইপিএলে পাক ক্রিকেটারেরা ব্রাত্য থাকলেও রউফ আইপিএলের ম্যাচে আম্পায়ারিং করেছেন। তবে ২০১৩ সালে আইপিএলে স্পট ফিক্সিং কাণ্ডে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। নাম জড়িয়েছিল যৌন কেলেঙ্কারিতেও। একটা সময় তিনি নির্বাসিতও হন।
আন্তর্জাতিক ক্রিকেটে সুনামের সঙ্গে আম্পায়ারিং আইপিএলে ফিক্সিংয়ে নাম জড়ায় তাঁর। এরপর ২০১৬ থেকে পাঁচ বছরের জন্য নির্বাসন দেয় আইসিসি। বুকির কাছ থেকে দামি উপহার পাওয়ার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। ২০১২-এ মুম্বাইয়ের এক মডেলকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊