সবচেয়ে বড় তল্লাশি! পশ্চিমবঙ্গ সহ ১০ রাজ‍্যে তল্লাশি ED ও NIA এর, গ্রেফতার ১০০

সবচেয়ে বড় তল্লাশি! পশ্চিমবঙ্গ সহ ১০ রাজ‍্যে তল্লাশি ED ও NIA এর, গ্রেফতার ১০০



পশ্চিমবঙ্গ, দিল্লি, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, তেলঙ্গানা-সহ ১০টি রাজ্যে ইডি-এনআইএ-র তল্লাশি। বৃহস্পতিবার ১০টি রাজ্য জুড়ে সন্ত্রাসবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে তল্লাশি চালায় ইডি ও এনআইএ। এক জাতীয় সংবাদ মাধ‍্যমের খবর অনুযায়ী মোট ১০০ জনকে গ্রেফতার করেছে এই দুই কেন্দ্রীয় সংস্থা। সন্ত্রাসী শিবির সংগঠিত করতে এবং যুবকদের সন্ত্রাসী কার্যকলাপে যোগ দিতে উৎসাহিত করার সঙ্গে জড়িত সংস্থাগুলিকে তালিকায় রেখেই শুরু হয় তল্লাশি। ইতিমধ‍্যে, ইসলামিক মৌলবাদী সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া, PFI-এর ১০০ জন সদস্য গ্রেফতার হয়েছে বলে খবর।




জঙ্গি সংগঠনকে আর্থিক সাহায্য, প্রশিক্ষণ শিবিরের আয়োজন ও মৌলবাদী সংগঠনে যোগ দেওয়ানোর জন্য মদত সহ একাধিক অভিযোগ রয়েছে PFI এর বিরুদ্ধে। চেন্নাই, কর্ণাটকে PFI অফিসে তল্লাশি চালায় ইডি ও এনআইএ। কলকাতাতেও চলছে অভিযান। পিটিআই অনুসারে এখন পর্যন্ত সবচেয়ে বড় তল্লাশি এটি। তদন্তকারীরা PFI-এর জাতীয়, রাজ্য এবং স্থানীয় নেতাদের বাড়িতে যাচ্ছেন। কর্মকর্তারা জানিয়েছে, "রাজ্য কমিটির অফিসেও অভিযান চালানো হচ্ছে"।







কেরলেও PFI-এর দফতর-সহ ৫০টি জায়গায় চলছে তল্লাশি। খবর পেয়ে দফতরের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন PFI সদস‍্যরারা।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ