IBPS CRP Clerks XII Result: প্রকাশিত হল IBPS ক্লার্কের ফল, এখুনি চেক করুন
প্রকাশিত হল Institute of Banking Personnel Selection এর Common Recruitment Process XII এর ফল। ফল প্রকাশ হলেও প্রার্থীদের নম্বর প্রকাশ করেনি IBPS। শুধু প্রার্থী পরবর্তী পরীক্ষা মেন এর জন্য উত্তীর্ণ হয়েছে কিনা তা দেখানো হচ্ছে।
পাশাপাশি জানানো হয়েছে, আগামী ৭ দিন পর প্রার্থীরা তাঁদের প্রাপ্ত নম্বর জানতে পারবে। রেজিস্ট্রেশন নং বা রোল নং এবং পাসওয়ার্ড বা জন্ম তারিখ দিয়ে লগ ইন করলেই দেখা যাবে ফল।
ফলাফল দেখবেন কীভাবে?
- প্রথমে IBPS এর অফিশিয়াল ওয়েবসাইট www.ibps.in এ যেতে হবে।
- এরপর, CRP Clerical এ ক্লিক করতে হবে।
- এরপর, Common Recruitment Process for Clerical Cadre XII এ ক্লিক করতে হবে।
- এরপর, Click Here to view your result status of online examination for for CRP Clerks XII
- এরপর, Registration Number or Roll No ইনপুট করুন
- এরপর, Password or Date of Birth (DD-MM-YY) এ ইনপুট করুন
- এরপর, Captcha Code লিখুন
- এরপর, লগ ইন করুন
- লগ ইন করার পরেই আপনার স্ক্রিনে রেজাল্ট প্রদর্শিত হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊