ফের জেলা হেফাজতে অনুব্রত


Anubrata Mandal
Anubrata Mandal





গরু পাচার কাণ্ডে অনুব্রত মন্ডলকে পুনরায় আসানসোলের সিবিআই আদালতে তোলা হয়। এদিন অনুব্রত মণ্ডলকে ফের জেল হেফাজতের নির্দেশ দিলেন আসানসোল বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী। পরবর্তী শুনানের তারিখ ৫ অক্টোবর অথবা ১৯ অক্টোবর, আসানসোল সিজিএম আদালতে শুনানি হবে। মান এবছরের দুর্গোপূজো এবার জেল হেফাজতেই কাটবে বীরভূম জেলা তৃণমূল সভাপতির।




এদিন আদালতে অনুব্রতর আইনজীবী জামিনের আবেদন জানান কিন্তু আদালত জামিনের আবেদন খারিজ করে দেয়। বুধবার ১৪ দিন জেল হেফাজত শেষ করে আদালতে তাঁকে তোলা হয়েছিল অনুব্রতকে। এদিন আইনজীবীদের দাবি, গরু পাচার মামলায় মূল অভিযুক্তরাই জামিন পেয়েছেন তাহলে শুধু অভিযোগের ভিত্তিতে কিভাবে অনুব্রত মণ্ডলকে জামিন দেওয়া যাবে না। অন‍্যদিকে সিবিআই আইনজীবী প্রভাভশালী তত্ত্বকে হাতিয়ার করেন। আদালত জেলা হেফাজতের নির্দেশ দেন।




পুজোয় বন্ধ থাকবে সিবিআইয়ের বিশেষ আসানসোল আদালত। এদিকে ৫ই অক্টোবর ও ১৯ অক্টোবর খোলা থাকবে সিজেএম আদালত। চাইলে ওই দুদিন অনুব্রত মণ্ডলকে আদালতে পেশ করা যেতে পারে। অন‍্যথায় ২৯ শে অক্টোবর পর্যন্ত জেলেই থাকতে হবে অনুব্রত মণ্ডলকে।




এদিকে গত ৪২ দিন ধরে জেলে বীরভূম জেলা সভাপতি। একে একে জামিনের আবেদন করলেও আদালত খারিজ করে দেয়। অন‍্যদিকে, গ্রেফতারির ৬০ দিনের আদালতে চার্জশিট জমা করতে হয় সেক্ষেত্রে ১১ই অক্টোবরের মধ‍্যে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট দিতে হবে। সূত্রের খবর, ২৮ বা ২৯ অক্টোবর নাগাদ সাপ্লিমেন্টরি চার্জশিট জমা দিতে পারে সিবিআই।