Zomato: ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ, হৃতিকের 'মহাকাল' বিজ্ঞাপন সরিয়ে নিল জোমাটো


Mahakaleshwar temple




ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে জোমাটোর হৃতিক রোশনের মহাকাল বিজ্ঞাপন নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়। টুইটারে ট্রেন্ড হতে থাকে হৃতিক ক্ষমা চাও বলে একটা হ্যাশটগ, সঙ্গে ট্রেন্ড করতে থাকে বয়কট জোমাটো।


হৃত্বিক রোশন যে বিজ্ঞাপনটি করেছেন, তাতে যে 'মহাকাল' থেকে খাবার অর্ডারের কথা বলা হয়েছে, সেটা উজ্জয়িনীর বিখ্যাত রেস্তোরাঁ 'মহাকাল'-এর কথা বলা হয়েছে।


PTI সূত্রে জানাগিয়েছে, জোমাটোর তরফে বলা হয়েছে, উজ্জিয়িনীর মানুষের অনুভূতিকে সম্মান জানিয়ে ওই বিজ্ঞাপনটা আর না চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিজ্ঞাপনটি কোনওভাবে কারোর ভাবাবেগে আঘাত করে থাকলে, তার জন্য ক্ষমা চাওয়ার কথাও বলেছে জোমাটো।