WB DA News: বকেয়া ডিএ নিয়ে চাপে রাজ্য, আদালত অবমাননার মামলা দায়ের


High Court, Primary Education
Calcutta High Court




জট কাটছে না রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে। আদালতের নির্দেশে গত ১৯শে আগস্টের মধ‍্যে রাজ‍্য সরকারি কর্মচারিদের ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ থাকলেও ডিএ দেয়নি রাজ‍্য। অবশেষে আজ হাইকোর্ট মারফত জানা যাচ্ছে আদালতের নির্দেশ না মানায় বকেয়া ডিএ নিয়ে আদালত অবমাননার মামলা হয়েছে উচ্চ আদালতে।




আজ আদালত অবমাননার মামলায় দায়ের করেছে রাজ্য সরকারি কর্মচারীদের 'ইউনিটি ফোরাম'। আগামী ২৫শে আগস্ট বৃহস্পতিবার বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি শম্পা দত্তের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হবে বলে হাইকোর্টের তথ‍্যে জানা গেছে।



গত সপ্তাহেই রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলির তরফে জানানো হয়েছিল, কলকাতা হাইকোর্টের রায় মেনে রাজ্য সরকারকে ১৯ অগস্টের মধ্যে ডিএ মিটিয়ে দিতে হত। সেই সময়সীমা শেষের আগে রাজ্য সরকার রিভিউ পিটিশন দাখিল করলেও সব রাজ্য সরকারি সংগঠনকে সেই মামলার কপি পাঠানো হয়নি। সেজন্য মুখ্যসচিব এবং অর্থসচিবকে নোটিশ পাঠিয়ে সাতদিনের মধ‍্যে উত্তর না দিলে মামলার পথে হাঁটবে বলে জানানো হয়।



আদালত অবমাননার মামলা হওয়ায় চাপে রাজ‍্য।