Latest News

6/recent/ticker-posts

Ad Code

Asia Cup: এশিয়া কাপে দ্রাবিড়ের বদলে অন্তর্বর্তীকালীন কোচের নাম জানাল BCCI

Asia Cup: এশিয়া কাপে দ্রাবিড়ের বদলে অন্তর্বর্তীকালীন কোচ VVS Laxman, জানাল BCCI

Bcci


এশিয়া কাপের আগে বড়সড় ধাক্কা ভারতীয় ক্রিকেট শিবিরে। করোনা আক্রান্ত ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়। এর জেরে দলের সাথে আমারশাহী যেতে পারেননি দ্রাবিড়। এদিকে হেড কোচের অনুপস্থিতির জেরে ভারতীয় দল যেন কোনো সমস‍্যায় না পড়ে তাই অন্তর্বর্তীকালীন সভাপতির নাম ঘোষনা করলো ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা BCCI। BCCI এর তরফে এনসিএ প্রধান ভিভি এস লক্ষ্মণকে ভারতীয় দলের অন্তর্বর্তীকলীন কোচ হিসেবে নাম ঘোষনা করা হয়েছে।




জিম্বাবয়ের বিরুদ্ধে ভারতীয় দলের কোচ হিসেবে ছিলেন ভিভি এস লক্ষ্মণ। দাপটও দেখিয়েছে রাহুলরা। এবার এশিয়া কাপেও দলের দায়িত্ব পেলেন লক্ষ্মণ। বুধবার সরকারিভাবে কোচ হিসাবে লক্ষ্মণের নাম ঘোষণা করেছে বিসিসিআই। জিম্বাবয়ের বিরুদ্ধে ভারতীয় দলের অনবদ‍্য দাপট দেখায় স্ট‍্যান্ড ইন কোচ লক্ষ্মণের দায়িত্বে থেকে। এবার এশিয়া কাপে কি হয় সেটাই দেখার।




হঠাৎই ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়ের করোনা আক্রান্তের খবর আসে। আর এই খবরে রীতিমতো চিন্তায় পড়ে ভারতীয় ক্রীড়াপ্রেমীরা। সামনেই এশিয়া কাপ তাঁর হেড কোচ দ্রাবিড়ের অসুস্থতায় ভারতীয় দল নানান সমস‍্যার সম্মুখীন হতে পারে বলে চিন্তা চলছিল। পাশাপাশি বোর্ড কাকে কোচের দায়িত্ব দেয় সেদিকে নজর ছিল ক্রীড়াপ্রেমীদের। অবশেষে সরকারি ভাবে লক্ষ্মণের হাতেই দলের কন্ট্রোল ছাড়লো BCCI ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code