বড় ধাক্কা! কংগ্রেসে যোগ দিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক

Tmc congress



কংগ্রেসে যোগ দিলেন তৃণমূলের রাজ‍্য সম্পাদক। ত্রিপুরা তৃণমূলের রাজ‍্য সম্পাদক বাপ্টু চক্রবর্তী (Baptu Chakraborty) রবিবার ফের কংগ্রেসেই ফিরলেন। গতবছর রাজ‍্যে তৃণমূলের প্রবেশের পরেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন বাপ্টু চক্রবর্তী। পান বড় পদ। ত্রিপুরা তৃণমূলের রাজ‍্য সম্পাদক হন তিনি। শুধু তাই নয় পুরনির্বাচনেও লড়েছে তৃণমূল। কিন্তু আশানুরুপ ফল হয়নি। সূত্রের দাবি, প্রার্থী নির্বাচনে নারাজ ছিলেন তিনি।
https://www.sangbadekalavya.in/2022/08/deled-bed-tet-supreme-court-latest-order.html




দলত্যাগের পর বাপ্টু অভিযোগ করেছেন, তৃণমূল (TMC) বিজেপি বিরোধিতা করার নামে ত্রিপুরায় পা রাখলেও প্রকৃত অর্থে বিজেপি বিরোধিতা করছে না। অনেক রাজ্যে বিজেপির বি টিম হিসাবে কাজ করছে। তৃণমূলে থাকলে বিজেপিকে হারানো যেত না। তিনি বলছেন, কংগ্রেসের হাত ধরেই বিজেপির বিরুদ্ধে লড়াই করবেন তিনি।



যদিও এ বিষয়কে বেশি গুরুত্ব দিচ্ছে না ত্রিপুরা কংগ্রেস।