Latest News

6/recent/ticker-posts

Ad Code

Ration : বিপুল পরিমাণ রেশনের চাল, আটা বাজেয়াপ্ত করল জেলা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ

Ration : বিপুল পরিমাণ রেশনের চাল, আটা বাজেয়াপ্ত করল জেলা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ


police and two men



বাড়িতে মজুদ করা বিপুল পরিমাণ চাল আটা বাজেয়াপ্ত করল জলপাইগুড়ি জেলা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। জলপাইগুড়ি কোতোয়ালি থানা এলাকায় পাহারপুর জমিদার পাড়া এলাকার ঘটনা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য পাহাড়পুরে ।

পুলিশ জানিয়েছেন এই ঘটনায় মূল অভিযুক্ত পলাতক। জলপাইগুড়ি শহর সংলগ্ন জমিদার পাড়ার বাসিন্দা সুদর্শন সরকারের বাড়িতে রেশনের চাল এবং আটা মজুত রেখেছে বলে খবর পায় পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। সেই অনুযায়ী ওই বাড়িতে হানা দেয় পুলিশ ।

অভিযান চালিয়ে কুড়ি কুইন্টাল রেশনের চাল এবং ১৮৬ প্যাকেট আটা বাজেয়াপ্ত করা হয়। পুলিশের অভিযানের খবর জানতে পেরেই গা ঢাকা দেয় অভিযুক্ত।

তবে অভিযানের সময় বাড়িতে ছিলেন সুদর্শনের স্ত্রী। তিনি বলেন এই চাল, গম আমরা বিভিন্ন মানুষের থেকে কিনে থাকি। যারা রেশন দোকান থেকে সামগ্রী নিয়ে নিজেরাই আমাদের বাড়িতে বিক্রি করে যান এগুলো চুরির সামগ্রী নয়। ঘটনার তদন্তে পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code