Latest News

6/recent/ticker-posts

Ad Code

Breaking: TET পাশ না করেও চাকরি, অনুব্রতের মেয়ে-সহ ছয় ঘনিষ্ঠ! হাইকোর্টের বড় নির্দেশ

Breaking: TET পাশ না করেও চাকরি, অনুব্রতের মেয়ে-সহ ছয় ঘনিষ্ঠ! হাইকোর্টের বড় নির্দেশ 


High Court, Primary Education
Calcutta High Court


ঘোর বিপাকে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন‍্যা মণ্ডল। অনুব্রত কন‍্যা টেট পাশ না করেও চাকরি করছেন বলে অভিযোগ । শুধু অনুব্রত কন‍্যা সুকন‍্যাই নন সাথে রয়েছেন আরো পাঁচ আত্মীয়, এমনটাই অভিযোগ জানিয়ে আদালতে মামলা করেছেন আইনজীবী ফিরদৌস সামিম। 




জানা যায় বুধবার হয় সেই মামলার শুনানি। শুনানি সহ অনুব্রত কন‍্যা সুকন‍্যা ও অন‍্য পাঁঁচজনকে আদালতে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আদালতে হাজির করানোর বিষয়টি নিশ্চিত করতে বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠীকে নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ‍্যায়। 



মামলাকারীর দাবি চাকরি করলেও কোনোদিন স্কুলে যেতেন না সুকন‍্যা। বাড়িতেই চলে আসতো রেজিস্টার খাতা। তাঁর আরো দাবি আইনজীবীর দাবি, অনুব্রতর ভাই সুমিত মণ্ডল, আপ্তসহায়ক অর্ক দত্ত, ভাইপো সাত্যকি মণ্ডল, তৃণমূল নেতা ঘনিষ্ঠ কস্তুরী চৌধুরী, সুজিত বাগদিও বেআইনিভাবে চাকরি পেয়েছে। 



বৃহস্পতিবার দুপুর তিনটের মধ্যে টেট সার্টিফিকেট এবং নিয়োগপত্র-সহ ওই ছ’জনকে আদালতে হাজিরার নির্দেশ হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। তলবে সাড়া না দিলে তাঁদের বিরুদ্ধে নেওয়া হবে কড়া ব্যবস্থা। 



প্রসঙ্গত, এর আগে বেআইনিভাবে চাকরি পাওয়ার অভিযোগে খবরের শিরোনামে আসেন প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী তথা মেখলিগঞ্জের তৃণমূল বিধায়ক পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী। সিবিআই জেরা করা হয় পরেশকেও। আদালতের নির্দেশে চাকরি যায় অঙ্কিতার। ফেরাতে হয় বেতন। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code