এসএসসি নিয়োগ দুর্নীতি কান্ডে তদন্তের গতি বাড়াচ্ছে CBI, ED 


CBI AND KOLKATA HIGH COURT



এসএসসি নিয়োগ দুর্নীতির (ssc scam) তদন্তে নেমে প্রথমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেপ্তার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (partha chatterjee) এবং তাঁর ঘনিষ্ঠ মডেল-অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায় (arpita mukherjee)। অর্পিতার ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ নগদ টাকা, বিদেশি মুদ্রা এবং গয়না উদ্ধার হয়।

এরপর এসএসসির (SSC) প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা (shanti prasad sinha) এবং তৎকালীন সচিব অশোক সাহার (ashok saha) বাড়িতে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সেখানেই দফায় দফায় জেরা করা হচ্ছিল উপদেষ্টা কমিটির দুই সদস্যকে । অভিযোগ, জেরায় একাধিক তথ্য গোপন করেন এসএসসির প্রাক্তন দুই কর্তা। এরপরই তাঁদের নিজেদের গ্রেপ্তার করে সিবিআই।

এবার এসএসসি দুর্নীতি কাণ্ডে (SSC Scam) ফের গ্রেপ্তারি। এবার এক মধ্যস্থতাকারীকে নিজেদের হেফাজতে নিল সিবিআই (CBI)। বুধবার সন্ধ্যায় নিউটাউন এলাকা থেকে প্রদীপ সিং (pradip singh) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। মেধা তালিকায় নাম না থাকা বা অনুত্তীর্ণ চাকরিপ্রার্থীদের সঙ্গে নিয়োগ কর্তাদের যোগাযোগ করিয়ে দিতেন তিনি। সূত্রের খবর, বৃহস্পতিবার ধৃতকে আদালতে পেশ করা হবে প্রদীপ সিংকে।

এদিকে গতকাল এসএসসির প্রাক্তন চেয়ারম্যান তথা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যের কোয়ার্টার, কলকাতার ফ্ল্যাট এবং দপ্তরে হানা দিয়েছে সিবিআই। এদিন প্রায় ৯ ঘণ্টা তল্লাশি ও জেরা চলে। এরপরই সন্ধেয় নিউটাউন এলাকা থেকে প্রদীপ সিংকে গ্রেপ্তার করা হয়েছে।