Anubrata Mandal: এবার প্রাথমিক শিক্ষক দুর্নীতি মামলায় নাম জড়ালো অনুব্রত মণ্ডলের !

Anubrata Mandal



এবার প্রাথমিক শিক্ষক দুর্নীতি মামলায় নাম জড়ালো বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের নাম। অভিযোগ, অনুব্রতের ঘনিষ্ঠের একাংশ চাকরি হয়েছে প্রাথমিকে। পাশাপাশি ইডি সূত্রে দাবি, তদন্তে উঠে আসছে বীরভূম জেলা থেকে টেট-এ বসা চাকরিপ্রার্থীদের নামের একটি তালিকা তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পৌঁছেছিল। 


কেন্দ্রীয় এজেন্সি তদন্তে পাওয়া সেই তালিকা বাজেয়াপ্রাপ্ত করা হয়েছে বলে খবর। সেই তালিকায় অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ একাধিক নাম রয়েছে বলে জানা গেছে। চাকরি দিতে কত টাকা লেনদেন হয়েছে তা খতিয়ে দেখার চেষ্টা করছে তদন্তকারী সংস্থা‌। 


গরু পাচারের টাকা রাজ‍্যের আটটি বিএড কলেজে লগ্নি করা হয়েছে বলে দাবি করেছে সিবিআই। সয়গাল হোসেনের কাছে সেই তথ‍্য মিলেছে বলেও দাবি। সেই বিএড কলেজ গুলির সাথে অনুব্রতর লিঙ্ক আছে কিনা তা খুঁজে বের করার চেষ্টা চলছে সিবিআই সূত্রে এমনটাই খবর। 


সম্প্রতি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ‍্যায়। অন‍্যদিকে গরু পাচার মামলায় তদন্তে অসহযোগিতার জের সিবিআইয়ের কাছে গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল।