Latest News

6/recent/ticker-posts

Ad Code

Partha-Arpita: অর্পিতার 31টি জীবন বিমা! নমিনি পার্থ!

Partha-Arpita: অর্পিতার 31টি Life Insurance ! নমিনি পার্থ!


Arpita

নিয়োগ দুর্নীতিকাণ্ডে সামনে আসছে একের পর এক তথ‍্য। এবার জানা যাচ্ছে, অর্পিতার নামে নাকি রয়েছে ৩১টি জীবনবিমা। আর প্রতিটি জীবনবিমায় নমিনি রয়েছে পার্থ চট্টোপাধ‍্যায়। 


বুধবার যুগলকে আদালতে পেশ করে এমনই দাবি করলেন ইডির আইনজীবী। তিনি জানান, অর্পিতার ৩১টি জীবনবিমার মোট মূল্য কয়েক কোটি টাকা। আর প্রতিটি জীবনবিমারই নমিনি পার্থ চট্টোপাধ্যায়।



ইডির পক্ষে দেশের অতিরিক্ত সলিসিটর জেনারেল জানান, অর্পিতার নামে ৩১টি জীবন বিমা রয়েছে। যার মোট মূল্য কয়েক কোটি টাকা। প্রতিটি জীবন বিমার নমিনি পার্থ চট্টোপাধ্যায় নিজে। 



অর্পিতা ও পার্থর ঘনিষ্ঠতা বোঝাতে এই তথ্যের উল্লেখ করেন ইডির আইনজীবী। পাশাপাশি, ব‍্যাঙ্কশাল কোর্টে এদিন জানানো হয় অর্পিতা ও পার্থর যৌথ সংস্থা অপা ইউটিলিটিজ প্রাইভেট লিমিটেড-এর নামে অন্তত ৪টি ফ্ল্যাট রয়েছে। সেই ফ্ল্যাটগুলির খোঁজ পায়নি ইডি। সেখানেও বিপুল পরিমান টাকা থাকতে পারে। 



আদালতে ইডি আরো চারদিনের হেফাজত চায়। চলে সওয়াল জবাব। অবশেষে বিচারক দুদিনের ইডির হেফাজতের নির্দেশ দেয়। প্রসঙ্গত, স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতার হন পার্থ চট্টোপাধ‍্যায়‌। এরপর, যায় মন্ত্রীত্ব, হারান দলীয় সব পদ। 


তৃণমূল আপাতত পার্থ চট্টোপাধ‍্যায়কে সাসপেন্ড করেছে। এদিকে একের পর এক তথ‍্য উঠে আসছে। প্রকাশ হচ্ছে পার্থ-অর্পিতার ঘনিষ্ঠতাও। ঘনিষ্ঠতার খবর আসছে আরো অনেকের নাম। শেষ অবধি কি হয় সেই অপেক্ষায় রাজ‍্যবাসী।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code