Latest News

6/recent/ticker-posts

Ad Code

Udayan Guha : কোন দাদা, কোন নেতা ধরে পঞ্চায়েতের টিকিট পাবেন না- উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন

উত্তরবঙ্গ বঞ্চিত এই কথা যাতে কেউ বলতে না পারে- নবনিযুক্ত উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন



মমতার মন্ত্রী সভায় রদবদলের পর মন্ত্রীসভায় জায়গা পান উদয়ন গুহ। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রকের দায়িত্ব পান তিনি। আজ কোচবিহারে পৌছান দুপুর ১২ টা ৩০ মিনিট নাগাদ।

নিউ কোচবিহারে ট্রেনে পৌছানোর পরই উল্লাসে মেতে ওঠেন কোচবিহারের তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা। নিউ কোচবিহারে মন্ত্রীকে শুভেচ্ছা জানানো হয়।

এদিন মঞ্চে তিনি বলেন - উত্তরবঙ্গ বঞ্চিত এই কথা যাতে কেউ বলতে না পারে, সেই কাজ করতে হবে। তবে একবারে সব সম্ভব নয়। আস্তে আস্তে সব কাজ করা হবে।

এদিন তিনি আসন্ন পঞ্চায়েত নির্বাচনেরও ইঙ্গিত দেন। মন্ত্রী বলেন- এখন দলের পঞ্চায়েত থেকে পৌর প্রধানদের দায়িত্ব আরও বেড়ে গেলো। এখন কোন নেতার কথায় কাজ হবে না, কাজ হবে জনগনের কথায়।

তিনি আরও বলেন- "কোন দাদা, কোন নেতা ধরে পঞ্চায়েতের টিকিট পাবেন না। নির্বাচনে লড়েই পঞ্চায়েত হতে হবে, গায়ের জোরে পঞ্চায়েত হওয়া যাবে না ।" 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code