Jagdeep Dhankhar wins vice presidential election 2022
দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি নির্বাচিত হলেন এনডিএ মনোনীত প্রার্থী জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। বিরোধী প্রার্থী মার্গারেট আলভাকে (Margaret Alva) ৩৪৬ ভোটের বিপুল ব্যবধানে হারিয়ে দিলেন তিনি (Jagdeep Dhankhar)।
২০১৯-এ বাংলার রাজ্যপালের (Governor of WB) দায়িত্ব নেন জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। এরপর রাজ্য-রাজ্যপাল তরজা একাধিকবার প্রকাশ হয়েছে। দুর্নীতি থেকে বাংলার প্রশাসনিক ব্যবস্থা একাধিক বিষয়ে সরব হয়েছেন জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)।
আগামী ১১ আগস্ট উপরাষ্ট্রপতিপদে শপথ নেবেন বাংলার প্রাক্তন রাজ্যপাল Jagdeep Dhankhar।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊