Free Course : Mutual Fund Distributor and Financial Support Course
শুধুমাত্র কোচবিহার ও আলিপুরদুয়ার বাসীদের জন্য খুশির খবর। এস্পিরান্ট এডুকেশন এর তরফ থেকে মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার ও ফিন্যান্সিয়াল সাপোর্ট কোর্স (Mutual Fund Distributor and Financial Support Course) করানো হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে।
কোচবিহার খাগড়াবাড়ি এলাকায় অবস্থিত এস্পিরান্ট এডুকেশন এর পক্ষ থেকে এই কোর্স করানো হবে। ইতিমধ্যে বুকিং শুরু হয়ে গেছে। আসন সংখ্যা মাত্র ৩০।
সংস্থার প্রধান দীপশিক্ষা দত্ত জানিয়েছেন, এস্পিরান্ট এডুকেশন এর পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্টের কোর্স করানো হয়। এবার শুধুমাত্র গ্র্যাজুয়েট এবং ২৫ বছরের উর্ধ্বে যাদের বয়স তাদের জন্য এই বিশেষ কোর্সের ব্যবস্থা।
দশদিনের কোর্সের পর নিশ্চিত কাজের সুযোগ রয়েছে বলেও সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। শুধুমাত্র গ্রাজুয়েট ও ২৫ বছরের উর্ধ্বে আগ্রহীরা যোগাযোগ করতে পারেন সংস্থার সাথে সরাসরি- 9732973251 এই নাম্বারে । আরও পড়ুনঃ Breaking : চিটফান্ডের টাকা নিয়ে রণক্ষেত্র দিনহাটায়, উত্তেজনা এলাকায়
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊