Latest News

6/recent/ticker-posts

Ad Code

International Film Festival 2022 : কলকাতায় শুরু হচ্ছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

কলকাতায় শুরু হচ্ছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

International Film Festival 2022



মুম্বাই আন্তর্জাতিক স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র উৎসব (Mumbai International Film Festival 2022) মিফ এর পুরস্কার পাওয়া ছবিগুলি নিয়ে ফিল্মস ডিভিশন ও সত্যজিৎ রায় ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউট এস আর এফ টি আই এর যৌথ উদ্যোগে আগামী ১১ আগস্ট কলকাতায় শুরু হচ্ছে এক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (International Film Festival) ।


তিনদিনের এই উৎসবে মার্কিন যুক্তরাষ্ট্র, ইটালী, ফ্যারো আইল্যান্ড, নেদারল্যান্ডস, জার্মানী ও ভারতের ছবি দেখানো হবে এসআরএফটিআই প্রেক্ষাগৃহে। ২০২০ ও ২০২২ - এ মিফ - এ যেসব ছবি পুরস্কার লাভ করেছে, সেইরকম ২২টি স্বল্প দৈর্ঘ্যের, তথ্যচিত্র ও অ্যানিমেশন ছবি "মিফ ইন ক্যালকাটা" নামের এই উৎসবে প্রদর্শিত হবে। উৎসবের সমাপ্তি হবে আগামী ১৩ই আগস্ট, বিশিষ্ট চলচ্চিত্রকার নাগরাজ মঞ্জুলে-র ‘অ্যান এসে ইন রেন’ ছবিটি দিয়ে।


উল্লেখ্য, ফিল্মস ডিভিশন আয়োজিত মুম্বাই চলচ্চিত্র উৎসব বিশ্বের অন্যান্য সেরা স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র উৎসব, বার্লিন, লাইপজিগ, ওবেরহাউসেন ও ক্রাকাও ইত্যাদির সঙ্গেই একই সারিতে বিবেচিত হয়। তবে, পুরস্কারের অর্থমূল্যের নিরিখে তার কৌলীন্য অনেক বেশি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code