Latest News

6/recent/ticker-posts

Ad Code

My Scheme : এখনো কেন্দ্র সরকারের কোন প্রকল্পের সুযোগ পাননি? দেরী কেনো এখনি দেখে নিন

My Scheme : How To Apply My Scheme Portal Online

My Scheme


কেন্দ্র সরকার My Scheme নামে নতুন একটি পোর্টাল চালু করেছে। যার মাধ্যমে আপনি আপনার যোগ্যতার মাধ্যমে কোন কোন প্রকল্পের (SHEME) জন্য আবেদন এর যোগ্য তা যাচাই করতে পারবেন ও কিভাবে আবেদন করবেন সেটাও জানিয়ে দেওয়া হয়েছে এই নতুন পোর্টালে। ফলে এখন আর কোন প্রকল্পের জন্য বিভিন্ন পোর্টালে খোঁজ করতে হবে না। এক পোর্টালেই সব প্রকল্পের সলুক সন্ধান পেয়ে যাবেন।


My Scheme Portal এ কেন্দ্র সরকারে প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ যতরকমের স্কলারশিপ, ভাতা, ও এযাবৎ চালু থাকা যাবতীয় প্রকল্প ইত্যাদি সমস্ত কিছুই রয়েছে এই পোর্টালে।


How To Apply My Scheme Portal Online:-


১) My Scheme এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।


২) Home পেজে সমস্ত প্রকল্পের লিস্ট দেখা যাবে।

৩) এরপর Find Schemes For You এ ক্লিক করে এগিয়ে যেতে হবে।

৪) এখানে বয়স ও লিঙ্গ সিলেক্ট করে Next এ ক্লিক করতে হবে।

৫) এরপর রাজ্যের নাম সিলেক্ট করতে হবে ও শহর নাকি গ্রামে থাকেন তা সিলেক্ট করে এগিয়ে যান।

৬) পরবর্তী ধাপে আপনি কোন ক্যাটাগরির(SC/ST/OBC/GEN) তা সিলেক্ট করুন ও এগিয়ে যান।


৭) এরপর আপনি কি ভিন্ন ভাবে সক্ষম কি না তা সিলেক্ট করে এগিয়ে যান। মাইনোরিটি হলে Yes করুন নয়তো No করুন।

৮) এরপর আপনি স্টুডেন্ট কি না তা সিলেক্ট করুন ও ইনকাম বসিয়ে নেক্সট করুন।

৯) সর্বশেষে আপনার সামনে চলে আসবে আপনি কোনো কোন প্রকল্পে আবেদন করতে পারবেন ও কিভাবে তা সেখানে দেখতে পারবেন।


Website Link:- Apply

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code