Good News! স্বাধীনতা দিবসের আগে বড় ঘোষনা কেন্দ্রের

Good News! স্বাধীনতা দিবসের আগে বড় ঘোষনা কেন্দ্রের 

Independence day


১৫ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। এবছর ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশজুড়ে পালিত হচ্ছে 'আজাদি কা অমৃত মহোৎসব'। আর তার অংশ হিসেবে বড় ঘোষনা ভারত সরকারের। ভারতের যে সব সৌধ ও স্থাপত্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (Archaeological Survey of India) মাধ্যমে দেখভাল ও রক্ষণাবেক্ষণ করা হয় সেগুলিতে ঢোকার জন্য দিতে হবে না কোনও টাকা। ৫ই আগস্ট থেকে ১৫ই আগস্ট পর্যন্ত বিনামূল‍্যে ঘুরে দেখার সুযোগ মিলবে সৌধ গুলি।




কেন্দ্রের সংস্কৃতি মন্ত্রকের মন্ত্রী জি কিষান রেড্ডিও একটি টুইটের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। সাধারনত আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সব সৌধে প্রবেশের ক্ষেত্রে ভারতীয় ও বিদেশি পর্যটকদের জন্য আলাদা মূল্যের টিকিট থাকে। এই দশদিনের জন্য সবার জন্যই বিনামূল্যে প্রবেশের সুবিধা থাকছে।




কুতুব মিনার থেকে তাজমহল, ইন্ডিয়া গেট থেকে লাল কেল্লা, বাংলার ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে বল্লালের ঢিপি সব মিলিয়ে মোট ৩৬০০টির বেশি সৌধ রয়েছে সেই তালিকায়। স্বাধীনতা দিবসের বাকি আর কয়েকটি দিন তার আগে এই ঘোষনা। খুশি সকলেই।

Post a Comment

thanks