WB DA NEWS : রাজ্য সরকারের কর্মচারীদের ডিএ নিয়ে বড় আপডেট

CE-AH
18

WB DA NEWS :  রাজ্য সরকারের কর্মচারীদের ডিএ নিয়ে বড় আপডেট

WB DA Update

তিন মাসের সময় সীমা শেষ। তবুও রাজ্যের সরকারী কর্মচারীদের ব
কেয়া ডিএ (dearness allowance) দেয়নি রাজ্য। বকেয়া ডিএ নিয়ে দীর্ঘদিন ধরে আইনি লড়াই চালিয়ে যাচ্ছে সরকারী কর্মচারীদের একাংশ । ইতিমধ্যে আদালত জানিয়েছে মহার্ঘ্যভাতা বা ডিএ (dearness allowance) কর্মচারীদের মৌলিক অধিকার। তবু রাজ্যসরকার উদাসীন। আদালতের দেওয়া সময়সীমা শেষ হওয়ার আগেই অনলাইনে রিভিউ পিটিশন দাখিল করে রাজ্য। যার শুনানি আগামী ২৯ আগস্ট। তবে তার আগেই বড় পদক্ষেপ নেয় সরকারী কর্মচারী সংগঠন ।



আদালত অবমাননার মামলায় দায়ের করেছে রাজ্য সরকারি কর্মচারীদের 'ইউনিটি ফোরাম'। ২৫শে আগস্ট বৃহস্পতিবার বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি শম্পা দত্তের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হবে বলে হাইকোর্টের তথ‍্যে জানা গেছে। কিন্তু ২৫শে আগস্ট বৃহস্পতিবার সেই মামলার শুনানি হচ্ছে না। আরও পড়ুনঃ Higher Secondary: উচ্চ মাধ‍্যমিক স্তরের জন‍্য বড় ঘোষনা শিক্ষা সংসদের




জানা যাচ্ছে ২৫ ও ২৬শে আগস্ট দুইদিন কলকাতায় থাকছেন না বিচারপতি হরিশ ট‍্যান্ডন। বিচারপতি অনুপস্থিত থাকার জেরেই সরকারি কর্মচারী সংগঠনের দায়ের করা ডিএ মামলার শুনানি হচ্ছে না। তবে এও জানা যাচ্ছে, রাজ‍্যের দায়ের করা রিভিউ পিটিশনের শুনানি হতে পারে নির্ধারিত আগামী ২৯ আগস্ট। কি হয় সেই দিকেই তাঁকিয়ে কর্মীরা। আরও পড়ুনঃ TET: প্রাথমিক টেট নিয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ

এদিকে ২৫ আগস্ট কনফেডারেশন এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন- "অবশেষে সরকার ডিএ মামলার রিভিউ পিটিশনের কপি আমাদের কাছে পৌছে দিলেন৷ গত ২০/০৫/২২ তারিখের মাননীয় হরিশ ট্যান্ডন এবং মাননীয় রবীন্দ্র নাথ সামন্তর বেঞ্চ যে রায় দিয়েছিলেন, সেই রায়কে চ্যালেঞ্জ করে আবারও পুনর্বিবেচনা চেয়ে মাননীয় উচ্চ আদালতে সরকার পিটিশন দাখিল করেন৷ আগামী সোমবার ২৯|০৮|২২ তারিখে মামলাটি ওঠার কথা৷
আমাদের আইনজীবি মাননীয় ফিরদৌস সামিম মহাশয়ের কাছে পিটিশনের কপি আমরা তুলে দিলাম৷ তিনি মাননীয় বিকাশ ভট্টাচার্যের কাছে তার এক কপি পৌছে দেবেন৷"  আরও পড়ুনঃ Breaking: এবার কোচবিহারের কল্যানী পোদ্দার, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগ


একটি মন্তব্য পোস্ট করুন

18মন্তব্যসমূহ

  1. এইভাবে বছরের পর বছর কেটে যাবে???

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. Pension bondho kore daoa uchit and central government servents der moto da daoa uchit

      মুছুন
  2. শুধু বলাই হবে কাজের কাজ কিছুই হবে না

    উত্তরমুছুন
  3. Pension bondho kore Daoa uchit and DA daoa uchit Central Government services ar moto

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. Sob central government employee der DA, SALARY immediate bondho hoak

      মুছুন
    2. PENSION PAYMENT SHOULD IMMEDIATELY BE STOPPED IN RESPECT OF ALL THE CENTRAL AND CONCERNED STATE GOVERNMENTS MINISTERS, MPs, MLAs RESPECTIVELY ALONG WITH THE FREE FACILITIES WHICH ARE BEING USED BY THEM

      মুছুন
    3. Lakh lakh pension bhogi na kheye moruk?

      মুছুন
  4. Forget DA.At least Government employees getting salary in time.The day is nearby when Government employees will not get their salary for months together.

    উত্তরমুছুন
  5. Forget DA.Salary may be stopped for want of Fund.

    উত্তরমুছুন
  6. একই কথা সারাদিনে ১০ বার লিখতে লিখতে হাঁপিয়ে যান না আপনারা?

    উত্তরমুছুন
  7. DA নিয়ে বড় আপডেট হ্যাঁ? তারপর সেই এক কথা বারবার বারবার বারবার। কোন লেভেলের অসভ্য ইতর আপনারা মানে বলে বোঝানো যাবে না! এক কথা নানান হেডিং দিয়ে বলে বলে relevant থাকতে হবে বলুন? এত খারাপ কেন আপনারা? অসভ্যতামির সীমা নেই কোনো

    উত্তরমুছুন
একটি মন্তব্য পোস্ট করুন

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top