Latest News

6/recent/ticker-posts

Ad Code

এবার লক্ষ লক্ষ টাকা উদ্ধার CID-র, এটাই কি ঝাড়খণ্ড-কাণ্ডের অর্থের উৎস?

এবার লক্ষ লক্ষ টাকা উদ্ধার CID-র, ঝাড়খণ্ড-কাণ্ডের অর্থের উৎস?

money



এবার লক্ষ লক্ষ টাকা উদ্ধার করলো সিআইডি। বিকানের বিল্ডি‌ং থেকে এই টাকা উদ্ধারের পরেই জল্পনা, এখানেই কি ঝাড়খণ্ড কান্ডের অর্থ উৎস? যদিও এর উত্তর এখনো মেলেনি।


বিকানের বিল্ডিংয়ে সিআইডি তল্লাশিতে প্রচুর টাকা উদ্ধার। ভবানী ভবন থেকে ঘটনাস্থলে যান সিআইডির উচ্চপদস্থ আধিকারিকরা।



ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়কের গাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনায় লালবাজারের কাছে বিকানির বিল্ডিংয়ে চলে সিআইডি-র তল্লাশি অভিযান। সূত্রের খবর, এখানে শেয়ার ট্রেডিং সংস্থার অফিস থেকেই ৪৯ লক্ষ টাকা নিয়ে স্কুটারে করে সদর স্ট্রিটের হোটেলে কংগ্রেস বিধায়কদের কাছে পৌঁছে দেওয়া হয়। টাকার উত্স জানতে তল্লাশি চালাচ্ছে সিআইডি। কোথা থেকে টাকা এসেছিল? এর পিছনে হাওয়ালা-যোগ রয়েছে কিনা, খতিয়ে দেখা হচ্ছে।



ঘণ্টা কয়েক তল্লাশির পর ওই দপ্তর থেকে প্রায় সাড়ে ৩ লক্ষ ৩০ হাজার টাকা উদ্ধার করলেন তদন্তকারীরা। সঙ্গে মিলেছে বিপুল সংখ্যক রুপোর কয়েনও।মিলেছে ২২৫টি রুপোর কয়েনও। এছাড়াও প্রচুর হার্ড ডিস্ক এবং নথিও উদ্ধার হয়েছে।



সিআইডি এবং হেয়ার স্ট্রিট থানার পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে চলছিল তল্লাশি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code