শুভেন্দুর গড়েই সমবায় ভোটে খাতা খুলতে পারলো না বিজেপি

Nandigram




এক সময়ের তৃণমূলের নেতা-মন্ত্রী, বিধানসভা নির্বাচনের আগে দল বদল করে যোগ দেন বিজেপিতে, বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসন থেকে তৃণমূল সুপ্রিমো তথা বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে জয়ী হয়ে রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হয়েছেন শুভেন্দু অধিকারী। সেই নন্দীগ্রামে (Nandigram) সমবায় ভোটে খাতাই খুলতে পারল না বিজেপি (BJP)। ৫২টি আসনের মধ্যে ৫১টিরই দখল নিয়েছে রাজ্যের শাসকদল, একটি বামেদের দখলে। এই ফলাফলে স্বাভাবিকভাবেই হতাশ বিজেপি।



নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের হানু ভুঁইয়া, শিবরামপুর ও ঘোলপুকুরিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির মোট আসন ৫২। মোট ভোটার ২ হাজার ৫৬৪ জন। ৫২ আসনের, ১টিতে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল তৃণমূল। রবিবার ভোটের ফলে ৫১টি আসনের মধ্যে ৫০টিই গিয়েছে তৃণমূলের দখলে। একটি আসনে জয়ী হয়েছে বামেরা। বিধানসভা ভোটে নন্দীগ্রামে জয়ের মুখ দেখেনি তৃণমূল। তাই এবার সমবায় সমিতির ভোটে কী হবে, তা নিয়ে উত্তেজনা ছিল তুঙ্গে।



এই জয়ের পরেই উচ্ছ্বসিত তৃণমূল। যে মীরজাফর, গদ্দার তিনি দেখে যান, সমবায়ে দাঁড়ালেও পরাজিত করব। নন্দীগ্রামের মানুষ তৃণমূলের সঙ্গে। এমনটাই মন্তব্য করেন নন্দীগ্রাম ২ পঞ্চায়েত সমিতি ও দলীয় নেতা পরিতোষ জানা ।