Ballon D'or: ১৮ বছরে প্রথম ব‍্যালন ডি'অর খেতাবের দৌড়ে মাঠের বাইরে মেসি, দেখুন পুরো তালিকা

CE-AH
0

Leonel Messi: ১৮ বছরে প্রথম ব‍্যালন ডি'অর খেতাবের দৌড়ে মাঠের বাইরে মেসি, দেখুন পুরো তালিকা 



Messi


আর্জেন্তাইন তারকা লিওনেল মেসির কেরিয়ারের অধঃপতনে সিলমোহর দিল ব্যালন ডি'অর কর্তৃপক্ষ। প্যারিসের দফতর থেকে বর্ষসেরা ফুটবলারের দৌড়ে থাকা ৩০ জন সুপারস্টারের যে প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়, তাতে নাম নেই তারকার। একা মেসিই নন, বাছাই করা ৩০ জনের তালিকায় নাম নেই প্যারিস সাঁ-জা'য় লিওর ব্রাজিলিয়ান সতীর্থ নেইমারেরও। অন্যদিকে, ব্যালন ডি'অরের জন্য প্রাথমিক তালিকায় ফের মনোনীত হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।




ব্যালন ডি'অরের জন্য বাছাই করা ৩০ জনের তালিকা:-

১. থিবাউট কোর্তোয়া (রিয়াল মাদ্রিদ)

২. রাফায়েল লিয়াও (এসি মিলান)

৩. ক্রিস্টোফার নকুনকু (আরবি লিপজিগ)

৪. মহম্মদ সালাহ (লিভারপুল)

৫. জোশুয়া কিমিখ (বায়ার্ন মিউনিখ)

৬. ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড (লিভারপুল)

৭. ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)

৮. বার্নার্দো সিলভা (ম্যাঞ্চেস্টার সিটি)

৯. লুইস ডায়াজ (লিভারপুল)

১০. রবার্ট লেওয়ানডোস্কি (বার্সেলোনা)

১১. রিয়াদ মাহরেজ (ম্যাঞ্চেস্টার সিটি)

১২. ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (ম্যাঞ্চেস্টার ইউনাইটেড)

১৩. অ্যান্তোনিও রুডিগার (রিয়াল মাদ্রিদ)

১৪. কেভিন ডি'ব্রুইন (ম্যাঞ্চেস্টার সিটি)

১৫. লুকা মদ্রিচ (রিয়াল মাদ্রিদ)

১৬. আর্লিং হাল্যান্ড (ম্যাঞ্চেস্টার সিটি)

১৭. দুসান ভ্লাহোভিচ (জুভেন্তাস)

১৮. জোয়াও ক্যানসেলো (ম্যাঞ্চেস্টার সিটি)

১৯. কিলিয়ান এমবাপে (পিএসজি)

২০. ভার্জিল ভ্যান ডিক (লিভারপুল)

২১. ক্যাসেমিরো (রিয়াল মাদ্রিদ)

২২. সন হিউং-মিন (টটেনহ্যাম)

২৩. ফ্যাবিনহো (লিভারপুল)

২৪. করিম বেঞ্জেমা (রিয়াল মাদ্রিদ)

২৫. মাইক মিগনান (এসি মিলান)

২৬. হ্যারি কেন (টটেনহ্যাম)

২৭. ডারউইন নুনেজ (লিভারপুল)

২৮. ফিল ফডেন (ম্যাঞ্চেস্টার সিটি)

২৯. সাদিও মানে (বায়ার্ন মিউনিখ)

৩০. সেবাস্তিয়ান হালার (বরুশিয়া ডর্টমুন্ড)




সব থেকে বেশিবার ব্যালন ডি'অরের জন্য মনোনীত হওয়ার রেকর্ড আগে থেকেই রয়েছে রোনাল্ডোর দখলে। কিন্তু সব থেকে বেশি বার ব‍্যালন ডি'অরের বিজয়ী হলেন মেসি। ২০০৫ থেকে গত বছর পর্যন্ত প্রত‍্যেকবারেই তালিকায় ছিলেন মেসি। গতবছর পুরষ্কারও জাতেছেন। তবে এবার ব্রাত‍্য তিনিই। এবছর ব্যালন ডি'অর জয়ের জন্য ফেবারিটের তকমা পাচ্ছেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা করিম বেঞ্জেমা। 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top