Latest News

6/recent/ticker-posts

Ad Code

Dinhata News: দিনহাটায় আল কায়দা জঙ্গির খোঁজে অভিযান STF-র

Dinhata News: দিনহাটায় আল কায়দা জঙ্গির খোঁজে অভিযান STF-র

মাদনাকুরা



আল কায়দা জঙ্গির খোঁজে কোচবিহার জেলার দিনহাটায় অভিযান রাজ‍্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের। দিনহাটার সীমান্তবর্তী গ্রাম মদনাকুরা এলাকায় আল কায়দা জঙ্গির খোঁজে এদিন অভিযান চালায় এসটিএফ। জানা যাচ্ছে, সইফুদ্দিন নামে এক ব‍্যক্তি মাস দুয়েক আগে এই গ্রাম থেকে গা ঢাকা দেয়। 



সইফুদ্দিনের আসল পরিচয় জানতে পেরে হতবাক এলাকার মানুষজন। মদনাকুরা এলাকায় কিভাবে আসলো সেই সইফুদ্দিন, কীরকম ছিল তার জীবন, চলাফেরা কেমন ছিল ইত‍্যাদি বিভিন্ন বিষয় উঠে আসতেই হতবাক হয়েছে স্থানীয়রা। জানা যাচ্ছে, এতদিন মসজিদের ইমাম পরিচয় দিয়ে মাদ্রাসায় ছিলেন তিনি। কিন্তু তিনি যে আল কায়দা জঙ্গি তা জানা ছিল না কারোর। 



সংবাদ মাধ‍্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে মাদ্রাসার এক শিক্ষক জানান, এরপর মাদ্রাসায় অচেনা কাউকে স্থান দেওয়ার আগে তাঁর পরিচয় পত্র সহ অন‍্যান‍্য তথ‍্য জানতে হবে। সে নিয়ে থানায় যোগাযোগ করা হবে। থানা থেকে অনুমতি মিললে তবেই থাকার জায়গা দেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code