Latest News

6/recent/ticker-posts

Ad Code

Khela Hobe Day: ১৬ই আগস্ট, আজ খেলা হবে দিবস

১৬ই আগস্ট 'খেলা হবে' (khela hobe) দিবস

mamata banerjee, football, player
khela hobe 

তৃণমূলের তৃতীয় সরকার গঠনের পর বিধানসভায় দাড়িয়ে খেলা হবে দিবসের ঘোষনা দিয়েছিলেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায়ের। এরপর জানিয়েছিলেন ১৬ই আগস্ট খেলা হবে দিবস হবে বলে ঘোষনা দেন মুখ‍্যমন্ত্রী। তৃণমূলের তৃতীয় সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল 'খেলা হবে' স্লোগান। আর তারপরেই এই দিবস পালনের সিদ্ধান্ত ঘোষনা করেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায়। 




একুশের বিধানসভা নির্বাচনে 'খেলা হবে' স্লোগানকে হাতিয়ার করেই নির্বাচনী রণক্ষেত্রে নেমেছিল তৃনমূল। আর নির্বাচনে নিজেদের সব রেকর্ড ভেঙে বিপুল জয় লাভ করে তৃতীয়বার ক্ষমতায় বসেছে তৃণমূল। এরপর বিধানসভায় দাড়িয়ে 'খেলা হবে' দিবসের উদযাপনের ঘোষনা মমতার।




বিধানসভায় তিনি ঘোষণা করেন, 'আমরা খেলা হবে দিবস (Khela Hobe Divas) পালব করব। ওই দিন ৫০ হাজার ফুটবল বিতরণ করা হবে।'



বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন,'তৃতীয় বার জয়ের জন্য বাংলার মানুষকে অভিনন্দন।' তোপ দেগে মুখ‍্যমন্ত্রী বলেন, ' পুলিস সুপার, আইসি বদল থেকে পর্যবেক্ষক নিয়োগ- কি না করেছে! বাংলার মেরুদণ্ড ভাঙা যাবে না। শুধু মিথ্যে কথা বলা হচ্ছে। টাকা দিয়ে ভ্যাকসিন কিনেছি। ১০ বছরে বাংলাকে কোথায় নিয়ে এসেছি! কী ছিল বাংলা। ওরা বাংলাকে সম্মান দেয় না। বাংলার মানুষকে একবার নয় একশোবার স্যালুট করলেও কম হবে। খেলা হবে দিবস পালন করবে রাজ্য সরকার।'



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code