HS Exam 2023 : একাদশ এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০২৩ নিয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করলো সংসদ 

teachers and students in exam hall
file picture



HS 2022 এর ফলাফল প্রকাশের দিন সাংবাদিক বৈঠক থেকেই সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছিলেন, আগামী বছরে ১৪ মার্চ শুরু হবে উচ্চমাধ্যমিক ২০২৩ (HS Exam 2023) এর  পরীক্ষা এবং পরীক্ষা হবে পূর্ণ সিলেবাসে। গত ৮ জুলাই এই বিষয়ে জারি  হয়েছে বিজ্ঞপ্তি। 


আগামী বছর একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০২৩ (HS Exam 2023) অনুষ্ঠিত হবে সম্পূর্ণ সিলেবাসের উপর। সিলেবাস এবং প্রশ্নের ধরণ সমস্ত পাওয়া যাবে সংসদের ওয়েবসাইটে এবং বিদ্যাসাগর ভবনের sales counter ও আঞ্চলিক অফিস গুলিতেও। 



অর্থাৎ আগামী বছর পরীক্ষা (HS Exam 2023) হবে পূর্ণ সিলেবাসে, পুরনো পদ্ধতিতে অর্থাৎ অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের (HS Exam 2023)। 

সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এই বিষয়ে আগেই জানিয়েছিলেন, “করোনা পরিস্থিতি বিবেচনা করে ও অন্য বোর্ডগুলো কি করছে দেখে তারপরই সিদ্ধান্ত নেওয়া হবে পূর্নাঙ্গ সিলেবাসে পরীক্ষা হবে কিনা। অন্য বোর্ড পূর্ণাঙ্গ সিলাবাস করলে উচ্চমাধ্যমিকও পূর্ণাঙ্গ করতে হবে। না হলে ইনজাস্টিস হবে।”

Read More:  HS Exam Date 2023: উচ্চমাধ্যমিক পরীক্ষা 2023-এর সূচী প্রকাশ, কবে থেকে পরীক্ষা?