Weather Update: ফের ভারী বৃষ্টির সম্ভাবনা! কেমন থাকবে উত্তরের আকাশ?

Weather Update: ফের ভারী বৃষ্টির সম্ভাবনা! কেমন থাকবে উত্তরের আকাশ?


bike riding two person on Rain




রাজ‍্যে ফের বৃষ্টির সম্ভাবনা (Weather Update)। আজ উপকূলের একাধিক জেলায় বৃষ্টির সম্ভবনা রয়েছে পাশাপাশি রাজ‍্যের একাধিক জেলায় হালকা মাঝারি বৃষ্টিপাত (Weather Update) হতে পারে। বুধবার থেকে ফের উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানা গেছে।




দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Weather Update)। হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণ বঙ্গের বাকি জেলাগুলিতে। বিক্ষিপ্ত ভাবে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে।




আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবারও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা মূলত উত্তরবঙ্গের পাঁচ জেলায়। মঙ্গলবারেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি (Weather Update)। বুধবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। বৃহস্পতিবার কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি চলবে।



এদিকে, কলকাতায় জলীয় বাষ্প বেশি থাকার জন‍্য বাড়তে থাকবে অস্বস্তি। হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ