WB Pensioner : পেনশন বাড়ছে পূজার আগেই, রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য সুখবর

Sangbad Ekalavya
18

রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য সুখবর





রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য সুখবর। পূজোর আগেই এক ধাক্কায় এবার অনেকটাই পেনশন বাড়বে অবসরপ্রাপ্ত কর্মীদের। বিজ্ঞপ্তি জারি করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানাল রাজ্য অর্থ দফতর।

বিজ্ঞপ্তি অনুসারে, ২০১৬ সালের জানুয়ারির আগে যাঁরা অবসর নিয়েছেন তাঁদের ক্ষেত্রে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী যে বেতন হবে, তার ৫০ শতাংশ পাবেন। আগে পুরনো বেতন কমিশনের হিসাবেই তাঁরা পেনশন পাচ্ছিলেন। 



নতুন সিদ্ধান্ত কার্যকরের পর এক ধাক্কায় অনেকটাই বাড়তি অর্থ হাতে পাবেন তাঁরা। নবান্নের হিসাব, সবমিলিয়ে সাড়ে তিন লক্ষ থেকে চার লক্ষ রাজ্যের অবসরপ্রাপ্ত কর্মচারী উপকৃত হবেন এরফলে। স্কুল শিক্ষক বা পুরসভা-পঞ্চায়েতের কর্মীদের ক্ষেত্রেও এটি প্রযোজ‌্য হবে।

notification
notification




প্রসঙ্গত ২০১৯ সালের শেষের দিকে সর্বশেষ রোপা আইন লাগু হয়েছে। নবান্নের অর্থদফতরের নতুন বিজ্ঞপ্তি জারির পর স্বাগত জানিয়ে সিনিয়র সিটিজেন অ‌্যান্ড পেনশনার্স ওয়েলফেয়ার অ‌্যাসোসিয়েশনের রাজ‌্য সভাপতি মনোজ চক্রবর্তী বলেন, “যে কোনও কারণেই হোক, ২০১৬ সালের আগে অবসর নেওয়া কর্মীরা বঞ্চিত হচ্ছিলেন। সরকার সমস্ত কিছু শুধরে নেওয়ায় আমরা খুশি।”

উল্লেখ্য, রাজ‌্য সরকারী কর্মচারীদের পেনশন পাওয়ার ক্ষেত্রে অবসরকালীন সময়ের মূল বেতনের ৫০ শতাংশ দেওয়া হয়। ফ‌্যামিলি পেনশনের ক্ষেত্রে পরিবারের সদস‌্য পান ৩০ শতাংশ। ২০১৬ সালের ১ জানুয়ারির আগে যাঁরা অবসর নিয়েছেন, তাঁরা কিছু পদ্ধতিগত ত্রুটির কারণে সর্বশেষ রোপা অনুযায়ী অর্থাৎ ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মেনে মূল বেতনের ৫০ শতাংশ হারে পেনশন পাচ্ছিলেন না। তবে এবার তারা মূল বেতনের ৫০ শতাংশ হারে পেনশন পাবেন। পূজার আগেই নতুন বেতনক্রম কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

18মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top