SSC Scam: পার্থের বিরুদ্ধে এখনি কোন পদক্ষেপ নয় দল ও সরকারের, সাংবাদিক বৈঠকে জানালেন কুনাল ঘোষ
পার্থর বিরুদ্ধে এখনি কোন পদক্ষেপ নয় তৃণমূলের, সাংবাদিক বৈঠকে জানালেন কুনাল ঘোষ। SSC দুর্নীতি মামলায় আজ গ্রেফতার হয়েছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। পাশাপাশি রাজ্যের শিল্পমন্ত্রীও তিনি। সকালে গ্রেফতারির খবর প্রকাশ্যে আসার পর দল ও সরকার কি পদক্ষেপ নেয় সেদিকেই নজর সকলের। অবশেষে সাংবাদিক বৈঠক করে দল ও সরকারের পদক্ষেপ জানালেন কুনাল ঘোষ।
পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি নিয়ে অবশেষে মুখ খুললো তৃণমূল কংগ্রেস। আজ সাংবাদিক বৈঠক করলো তৃণমূল। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন কুনাল ঘোষ, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য ও অরুপ বিশ্বাস।
‘টাকা উদ্ধার হয়েছে, এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। যাঁর বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে, তাঁর সঙ্গে তৃণমূলের সম্পর্ক নেই।’ সাংবাদিক বৈঠকে এমনটাই জানানো হল।
সাংবাদিক সম্মেলনে কুণাল ঘোষ বলেন, এক ভদ্র মহিলার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে। ইডির ট্যুইট থেকে তা জানতে পেরেছি। এনিয়ে তৃণমূলের বক্তব্য স্পষ্ট, ওই টাকার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও সম্পর্ক নেই। যার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে তার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। তিনি তৃণমূলের কেউ নন। যার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে তিনি বা তাঁর আইনজীবী এর উত্তর দিতে পারবেন।
কুণাল ঘোষ বলেন, দেখতে পাচ্ছি টাকা উদ্ধারের সঙ্গে কোনওভাবে একটা সম্পর্কের কথা বলে গ্রেফতার করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। আমরা সাফ জানাচ্ছি, সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস আইন ও আদালতের উপরে পূর্ণ আস্থা রাখে। বিষয়টি এখন আদালতে গিয়েছে। এর আগে আমরা দেখেছি কেন্দ্রীয় এজেন্সির তদন্ত খুব দীর্ঘ মেয়াদী হয়।
‘যাঁর বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে, তাঁর সঙ্গে তৃণমূলের সম্পর্ক নেই। যাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছে, তাঁর আইনজীবীরা এর উত্তর দিতে পারবেন। আইনে আস্থা আছে তৃণমূলের। বিষয়টি এখন রয়েছে আইন-আদালতে। এই টাকার উত্স কী? এর পিছনে কী আছে? শুধুমাত্র একটা গল্প না ছড়িয়ে যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত শেষ করুক।’ বলা হল তৃণমূলের সাংবাদিক বৈঠকে।
আরো বলা হয়েছে, যেখানে নোটবন্দি চলছিল সেখানে ওই বিপুল নগদ টাকা, কালো টাকা এল কী করে? সেটাও তদন্ত করে দেখা দরকার। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেবে দল।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊