TET SCAM: টেট কেলেঙ্কারি মামলা থেকে সড়ে দাড়ালেন CBI আইনজীবী 


High Court, Primary Education
Calcutta High Court




প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা (Primary TET SCAM) থেকে সড়ে দাড়ালেন সিবিআই (CBI) আইনজীবী তথা অ্যাসিস্ট্যান্ট সলিসিটর জেনারেল বিল্বদল ভট্টাচার্য। সিবিআইয়ের কথা না শুনেই প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাসের মতামতকে আদালত প্রাধান্য দেওয়ায় সড়ে দাড়ানোর সিদ্ধান্ত নেন আইনজীবী।




শুক্রবার বিচারপতি অভিজিৎ বন্দোপাধ‍্যায়ের বেঞ্চে প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাসের কাছে মামলা নিয়ে মতামত জানতে চান বিচারপতি। উপেন বলেন, একটা নির্দিষ্ট দিন ঠিক করা হোক। সেদিন সিবিআইয়ের যুগ্ম অধিকর্তা আদালতে বলুন, তদন্তের কী অগ্রগতি হয়েছে। তার নজরদারি করুক আদালত।




সিবিআই আইনজীবী তাতে আপত্তি জানালে আদালত বলে সীমা ছাড়িয়ে যাবেন না। চাইলে মামলা থেকে সড়তে পারেন আর তাতেই সায় দিয়ে মামলা থেকে সড়ে দাড়ালেন তিনি। এই মামলায় যুক্ত আর এক সিবিআই আইনজীবী ধরমবীর সিংকে সোমবার আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। মামলার পরবর্তী শুনানি সোমবার।