National Film Awards: জাতীয় মঞ্চে সম্মানিত বাংলা, সেরা বাংলা ছবি 'অভিযাত্রিক'


অভিযাত্রিক


করোনা সংক্রমণের জের দুবছর পর আয়োজিত হল ৬৮ তম 'জাতীয় চলচ্চিত্র পুরষ্কার' (68th National Film Awards)। দেশের সেরা নির্বাচিত চলচ্চিত্র এবং সংশ্লিষ্ট শিল্পীদের এই মঞ্চে পুরস্কৃত করা হয়। যা প্রেস ইনফরমেশন ব্যুরোর ইউটিউব এবং ফেসবুক পেজের মাধ্যমে সম্প্রচারিত হচ্ছে।




জাতীয় মঞ্চে সম্মানিত বাংলা ছবি। সেরা বাংলা ছবির শিরোপা জিতে নিল 'অভিযাত্রিক'। অভিযাত্রিকের জন্য সেরা সিনেম্যাটোগ্রাফারের সম্মান পেলেন সুপ্রতিম ভোল।



২০২১ সালে ভাল কন্টেন্ট হওয়া সত্ত্বেও অতিমারীর প্রভাবে বক্স অফিসে ‘মার’ খেয়েছিল ‘অভিযাত্রিক’ (Avijatrik)। জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানের মঞ্চে সেরা উত্তরটা দিয়ে দিলেন পরিচালক শুভ্রজিৎ মিত্র। এই সিনেমার গল্পকে দর্শকদের জন্য নিজের মতো করে কাটা-ছেঁড়া করেছেন শুভ্রজিৎ। যা নিঃসন্দেহে চ্যালেঞ্জিং।