প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে জনস্বার্থ মামলায় রাজ্যের আবেদন খারিজ আদালতের 


High Court, Primary Education
Calcutta High Court



প্রাথমিক শিক্ষক নিয়োগ (Primary Teacher Recruitment) মামলায় ফের হাইকোর্টে (High court) ধাক্কা খেল রাজ্য। প্রাথমিক শিক্ষক নিয়োগ (Primary Teacher Recruitment) দুর্নীতি নিয়ে জনস্বার্থ মামলার আবেদন করে রাজ্য, রাজ্যের সেই আবেদনকে খারিজ করে দেয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। পাশাপাশি রাজ্যকে চার সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেয় আদালত



২০১৪ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ (Primary Teacher Recruitment 2014) প্রক্রিয়া দীর্ঘ আট বছর অতিক্রান্ত হয়েছে আর তারপর জনস্বার্থ মামলা করায় মামলা খারিজের আবেদন জানায় রাজ্য যদিও রাজ্যের সেই আবেদনকে খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজ ডিভিশন বেঞ্চ ২০১৪ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার গ্রহণযোগ্যতা রয়েছে বলেই মনে করেন আগামী 16 ই আগস্ট এই মামলার পরবর্তী শুনানি



মেধা তালিকা প্রকাশ করা হয়নি কেন টাকা দিয়ে কোন চাকরি হয়েছে কিনা প্রাথমিক শিক্ষক নিয়োগে বিপুল দুর্নীতির আশঙ্কা করে জনস্বার্থ মামলা দায়ের করেছেন বিজেপি নেতা তাপস ঘোষ সেই দুর্নীতির খোঁজে এবং সত্য উদঘাটনে পিনপোর্টস ব্যাঙ্ক ডিরেক্টর ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই কে দিয়ে তদন্তের আর্জি জানিয়েছেন মামলাকারী।



রাজ্যের আবেদন খারিজ করে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য হলফনকা হলফনামা আকারে জমা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।