জলপাইগুড়ি থেকেও দৃশ্যমান হলো মহাজাগতিক ঘটনা Sun Halo


Sun Halo



মঙ্গলবার সকাল থেকেই সূর্যের তাপে যথারীতি ঝলসে যাচ্ছে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গ, তবে দুপুর হতেই আকাশে সূর্যের চারিদিকে একটি গোলাকার বৃত্তকে ঘিরে কৌতহল বাড়তে থাকে ছাত্র ছাত্রী থেকে সাধারণ জনমানসে।



অনেকেই মোবাইল ফোনের ক্যামেরায় বন্দি করেন সেই দৃশ্য। মুহূর্তে ভাইরাল হয় স্যোসাল মিডিয়ায়। 


তবে এর বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে লোহিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জনান,

"এটি একটি মহাজাগতিক ঘটনা, হ্যালো বায়াস (Sun Halo), সাধারণত ২২ থেকে ৫০ ডিগ্রি কোনে সূর্য থাকলে এই জিনিস সৃষ্টি হয়, সূর্যের চারিদিকে ক্ষুদ্র ক্ষুদ্র শিলা বা বরফের কনা জমে এই মহাজাগতিক ঘটনাটি ঘটে।"