Years Biggest Super Moon: পৃথিবীর কাছে আসছে চাঁদ, অপেক্ষায় বিশ্ব, কবে দেখা যাবে এই দুরন্ত মহাজাগতিক? 

Years Biggest Super Moon


ফের এক মহাজাগতিক ঘটনার মুখোমুখি হতে চলেছে বিশ্ব। বছরের বৃহত্তম চাঁদ (Years Biggest Super Moon) দেখা যাবে রাতের আকাশে তা আবার পুরোপুরি খালি চোখেই।



হিসেব মতো ১৩-১৪ জুলাই রাতে পূর্ণিমা। এ বারের পূর্ণিমা কিছুটা আলাদা। এই রাতে পৃথিবীর সবচেয়ে কাছে আসবে চাঁদ। এদিন খানিকটা বড় ও বেশি উজ্জ্বল দেখাবে চাঁদকে। বৈজ্ঞানিক পরিভাষায়, যাকে বলে সুপার মুন (Super Moon)। ২০২২ সালের মতো ওই দিনই সবচেয়ে কাছে আসবে পৃথিবীর একমাত্র উপগ্রহ।



জুলাই মাসের এই চাঁদকে বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচয় দেওয়া হয়। কোথাও বাক মুন কোথাও 'থান্ডার মুন' বা 'স্যামন মুন।'




১৩ জুলাই গভীর রাতে (ইংরেজি মতে ১৪ জুলাই, রাত দেড়টা থেকে) ভার্চুয়াল টেলিস্কোপ প্রজেক্ট এর সম্প্রচার শুরু করবে। ওই প্রজেক্টের ওয়েবসাইটেই দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য। সম্প্রচার চলবে রোম থেকে।



মহাকাশবিজ্ঞানীরা জানাচ্ছেন, ২০২২ সালের তৃতীয় সুপারমুন এটি। তবে এর আলাদা গুরুত্ব রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এটিই চলতি বছরের সবথেকে বড় সুপারমুন হবে। সেদিক থেকে চাঁদের দিকে নজর থাকবে অনেক আকাশপ্রেমিরই।