Big Breaking: গ্রেফতার রাজ্যের শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়
গ্রেফতার রাজ্যের শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chaterjee)। SSC দুর্নীতি (SSC Scam) মামলায় আজ সকালেই গ্রেফতার করা হল পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chaterjee)। জানা যাচ্ছে, আজকেই আদালতে তোলা হবে তাঁকে এমনটাই এক সূত্রের দাবি।
রাতভর গ্রেফতারির পর রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। তাঁকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হচ্ছে।
জানা যাচ্ছে ইতিমধ্যে সিজিও কমপ্লেক্সে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
SSC দুর্নীতি মামলায় গতকাল অভিযান চালায় ইডি। সেই অভিযানে পার্থ চট্টোপাধ্যায়োয়ের ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে ২০ কোটি টাকা সহ বেশ কিছু মোবাইল উদ্ধার করে। জানা যায় রাত ভর জিজ্ঞাসাবাদ করা হয় পার্থকে। এরপরেই আজকের এই গ্রেফতারি।
ইডি সূত্রে জানা গিয়েছে, পার্থ তথ্য গোপন করছিলেন। অর্পিতার সঙ্গে কী সম্পর্ক, তাও খোলসা করছিলেন না। ফলে তাঁকে হেফাজতে নিয়েই জিজ্ঞাসাবাদ করা শ্রেয় বলে মনে হয় তদন্তকারীদের।
দিল্লি এবং কলকাতার আধিকারিকদের মধ্যে দীর্ঘ আলোচনার পরই ইডি-র তরফে পার্থকে গ্রেফতার করা হয় বলে খবর।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊